একেই বলে বন্ধুত্ব! আমেরিকা হাত তুলে নিলেও ইজরায়েলে যুদ্ধের সময়ে অস্ত্র ও ড্রোন পাঠাল ভারত

   

বাংলা হান্ট ডেস্ক: গত ৮ মাস ধরে গাজায় হামাসের (Hamas) সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইজরায়েল (Israel)। এই দীর্ঘ যুদ্ধের সময়ে ইজরায়েলের অনেক পুরনো মিত্ররা তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। কিন্তু ভারত (India) এমন একটি দেশ যা তাদের এই কঠিন সময়েও সত্যিকারের বন্ধু হিসেবে পাশে দাঁড়িয়েছে। গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ভারত ইজরায়েলকে আর্টিলারি শেল, হালকা অস্ত্র ও ড্রোন সরবরাহ করেছে। আরবি মিডিয়া আউটলেট শাফাক নিউজ, ইজরায়েলি সংবাদপত্র ইয়েদিওথ আহরোনোথের প্রতিবেদনকে উদ্ধৃত করে বলেছে যে, গত ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো এই তথ্য প্রকাশ্যে আসে যে ভারত হায়দ্রাবাদে তৈরি “হার্মিস 900” ড্রোন ইজরায়েলে পাঠাচ্ছে।

ভারতীয় সেনাবাহিনীকে এই ইজরায়েলি ড্রোন সরবরাহের জন্য ইজরায়েলের সহযোগিতায় হায়দ্রাবাদে একটি কারখানা স্থাপন করা হয়েছে। কারখানাটি ইজরায়েলি প্রতিরক্ষা কোম্পানি এলবিট সিস্টেমস এবং ভারতীয় শিল্পপতি গৌতম আদানির নেতৃত্বে একটি কোম্পানির সাথে যৌথ উদ্যোগ হিসেবে কাজ করে। এই কারখানা থেকে গাজায় সংঘাতের সময়ে ইজরায়েলি সেনাবাহিনীর কাছে ২০ টি ড্রোন পাঠানো হয়েছিল।

India sent weapons and drones to Israel during the war.

 

ওই প্রতিবেদনে পরামর্শ দেওয়া হয়েছে যে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ভারতের সিনিয়র কর্মকর্তাদের অনুমোদন থাকতে পারে। পাশাপাশি সেখানে, এটাও বলা হয় যে হামাসের সাথে সংঘাতের শুরু থেকে ভারতের গোলাবারুদ এবং অন্যান্য অস্ত্র পাঠানোর বিষয়টি এই দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান কৌশলগত অংশীদারিত্বকে প্রতিফলিত করে। যা ইজরায়েলের জন্য অত্যন্ত উপকারী প্রমাণিত হয়েছে।

আরও পড়ুন: “একটু তো মারতে দে….”, বাংলাদেশের ব্যাটারদের “করুণ” অবস্থা দেখে খিল্লি রোহিতের, শুরু সমালোচনা

কার্গিলের যুদ্ধে ইজরায়েল সাহায্য করেছিল: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ভারতে প্রাক্তন ইজরায়েলি রাষ্ট্রদূত ড্যানিয়েল কারমন, নয়াদিল্লির সহযোগিতার প্রসঙ্গে সেই ঐতিহাসিক ঘটনাটি উল্লেখ করেছেন যখন ইজরায়েল ১৯৯৯ সালে পাকিস্তানের বিরুদ্ধে কার্গিল যুদ্ধে ভারতকে গুরুত্বপূর্ণ সামরিক সরবরাহ প্রদান করে সাহায্য করেছিল। এদিকে, ওই সংবাদপত্রটি তাদের প্রতিবেদনে বলেছিল, যে গাজা সংঘাত ভারত ও ইজরায়েলের মধ্যে বন্ধুত্বের পরীক্ষা করেছে। যেখানে ইজরায়েলের অনেক মিত্র পরাজয় বরণ করে। কিন্তু ভারত তার শক্ত অবস্থান বজায় রেখেছিল।

আরও পড়ুন: ৯২৬০০০০০ টাকা বেতন গৌতম আদানির! আম্বানি-মিত্তাল পান কত? জানলে উড়বে হুঁশ

আমেরিকাও হাত প্রত্যাহার করে নেয়: ইজরায়েলের প্রতি ভারতের সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, তেল আবিবের পরম বন্ধু আমেরিকাও সাম্প্রতিক সময়ে অস্ত্রের চালান নিষিদ্ধ করেছে। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই সপ্তাহে প্রকাশ্যে অভিযোগ করেছেন যে, মার্কিন প্রশাসন যুদ্ধের সময়ে তাদের কাছে অস্ত্র সরবরাহে বাধা দিচ্ছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর