দেশ বাঁচাতে হবে! 5G টেকনোলজির বিরুদ্ধে আদালতের দ্বারস্থ জুহি চাওলা

বাংলা হান্ট ডেস্কঃ ৪জি হাই স্পিড ইন্টারনেটের যুগও ধীরে ধীরে পুরনো হতে চলেছে। যত এগোচ্ছে বিজ্ঞান ততই এগোচ্ছি আমরাও। সেই সূত্র ধরেই আর হয়তো কিছুদিনের মধ্যেই মানুষের কাছে এসে পৌঁছাবে আরো দ্রুততম ৫-জি টেকনোলজি। কিন্তু একদিকে যেমন দ্রুত আধুনিক থেকে অত্যাধুনিকের দিকে এগিয়ে যাচ্ছি আমরা। তেমনি অপার ক্ষতি সাধন করছে প্রকৃতিরও। এর আগেও প্রশ্ন উঠেছে ৫-জি টাওয়ারগুলির রেডিয়েশন মানুষ প্রকৃতি এবং অন্যান্য জীবজন্তুর জন্য আদৌ নিরাপদ তো? এই প্রশ্নে শামিল হয়েছেন অনেকেই। অভিনেত্রী জুহি চাওলা শুরু থেকেই বিভিন্ন সমাজ সেবামূলক কাজে যুক্ত। মানুষকে সচেতন করার কাজও করেন তিনি। ৫-জি টেকনোলজি নিয়েই বেশ কয়েকদিন ধরেই যথেষ্ট সোচ্চার জুহি।

তার মতে, এই টাওয়ার থেকে যে হানিকারক রেডিয়েশন বের হয় তাতে যথেষ্ট ক্ষতি হতে পারে মানুষ এবং জীবজন্তুর। আর তাই ভারতে এই ৫-জি টেকনোলজি হাগু করার আগে অবশ্যই আরো বেশি রিসার্চ দরকার। পড়াশোনা দরকার এই এর ক্ষতিকারক দিকগুলি বিষয়ে। সেই ব্যাপারে যথেষ্ট জ্ঞান না থাকলে এখনই এই টেকনোলজির প্রচলন করা উচিত নয়। এই বিষয়ে কোর্টে মামলাও করেছিলেন তিনি। আজ সেই মামলার প্রথম শুনানি থাকলেও মামলাটি অন্য বেঞ্চে ট্রান্সফার করা হয়েছে। তার ফলে এর আগামী শুনানি হবে দোসরা জুন। জুহির রিসার্চ সংগঠনের পক্ষ থেকে আগেই জানানো হয়েছে, ৫-জি টাওয়ার থেকে সাধারণত যে ধরনের আর এফ রেডিয়েশন বের হয় ত মানুষের স্বাস্থ্য, জীবজন্তু, প্রকৃতি সবকিছুর জন্যই ক্ষতিকর। আর তাই এর বিরোধিতা একান্ত প্রয়োজন।

নিজের এই পদক্ষেপের ব্যাপারে জুহি বলেন, “আমি আধুনিক টেকনোলজির বিরুদ্ধে নই। আমার নতুন ধরনের টেকনোলজি খুবই ভালো লাগে, যা আমাদের অনেক কাজকে আরো বেশি সহজ করে দেয়। এমনকি সেটা ওয়ারলেসের ক্ষেত্রেও। কিন্তু ওয়ার ফ্রি গ্যাজেট এবং নেটওয়ার্ক সেল টাওয়ার সংক্রান্ত আমাদের গবেষণা ও নিজস্ব পড়াশোনা থেকে স্পষ্ট ভাবে জানা যাচ্ছে যে এই বিকিরণ মানুষের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক।”

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর