ভারত-দক্ষিণ আফ্রিকার সিরিজে করোনার হানা! উপসর্গ দেখা মাত্র বাদ পড়লেন এই ক্রিকেটার

বাংলা হান্ট নিউজ ডেস্ক: বর্তমানে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ চলছে। সকলেই জানেন যে ওমিক্রনের আতঙ্কে এই সিরিজ শুরুর আগে থেকেই বাতিলের আশঙ্কা ছিল। কারণ এই সময়ে দক্ষিণ আফ্রিকায় ওমিক্রন ভাইরাসের ঘটনা খুব রীতিমতো অতিমারীর আকার ধারণ করেছে। কিন্তু এখন এই সিরিজ আবারও প্রশ্নের মুখে কারণ এই সিরিজে খেলতে থাকা একজন ক্রিকেটারের মধ্যে করোনার লক্ষণ দেখা গেছে।

রবিবার সুপারস্পোর্ট পার্কে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টের একাদশে দক্ষিণ আফ্রিকার পেসার ডুয়ান অলিভিয়ারকে বাদ দেওয়া নিয়ে প্রশ্ন উঠছে। অলিভিয়ার একজন প্রতিশ্রুতিমান পেসার এবং তার অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকান বোলাররা প্রথম দিনে বলার মতো কিছুই করতে পারেনি। যার কারণে ম্যাচের প্রথম দিনটা লেখা ছিল ভারতীয় ব্যাটসম্যানদের নামেই। এখন, ক্রিকেট দক্ষিণ আফ্রিকার তরফ থেকে জানানো হয়েছে যে, ‘করোনার লক্ষণ দেখানোর কারণে অলিভিয়ারকে প্রথম টেস্ট থেকে বাদ দেওয়া হয়েছিল।’ এর স্পষ্ট অর্থ হল, সম্ভবত ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজে করোনার থাবা পড়েছে।

সোমবার একটি আন্তর্জাতিক ক্রীড়া সংবাদ সংস্থাকে জানানো হয়েছে, ‘অলিভিয়ার এখন ভালো আছেন, কিন্তু কয়েক সপ্তাহ আগে তাকে করোনা পজিটিভ পাওয়া গিয়েছিল, যার কারণে তাকে বেশ কয়েকদিন কোয়ারেন্টাইনে থাকতে হয়েছিল। এরপর ভারতের বিপক্ষে চলতি টেস্ট সিরিজের আগে কঠোর অনুশীলন করেছিলেন তিনি। মজার ব্যাপার হল, রবিবার ম্যাচের প্রথম দিনে সাংবাদিকরা প্রশ্ন করলে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি দক্ষিণ আফ্রিকা দলের কেউই।

আহত অনরিখ নোকিয়ার বদলি হিসেবে দলে যোগ দেওয়ার কথা অলিভিয়ার। দ্বিতীয় টেস্টে ভারতের বিরুদ্ধে নামার জন্য প্রস্তুত তিনি। অলিভিয়ার ঘরোয়া ক্রিকেটে তার দল লায়ন্সের হয়ে চারটি প্রথম শ্রেণীর ম্যাচে ১১.১০ গড়ে ২৮ টি উইকেট নিয়েছিলেন, যা তাকে ঘরোয়া প্রতিযোগিতায় শীর্ষ উইকেট শিকারী করে তুলেছিল।

Reetabrata Deb

সম্পর্কিত খবর