বাংলাহান্ট ডেস্ক : ভারত মহাসাগরে চিনের আধিপত্য বিস্তার চিন্তায় ফেলেছে দিল্লিকে। এবার শ্রীলঙ্কা সফরে গিয়ে চিনকে টেক্কা দিতে নয়া ফন্দি নরেন্দ্র মোদির। সংবাদমাধ্যম সূত্রে খবর, ভারত (India), সংযুক্ত আরব আমিরশাহি ও শ্রীলঙ্কা যৌথ উদ্যোগে একটি বড় শক্তি কেন্দ্র গড়ে তুলতে চলেছে শ্রীলঙ্কার ত্রিঙ্কোমালিতে।
নয়া ছক কষছে ভারত (India)
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) উপস্থিতে সেই প্রকল্পের মউ চুক্তি স্বাক্ষরিত হল আজ। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিন দেশের প্রতিনিধি দল। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কার ত্রিঙ্কোমালি প্রাকৃতিক গভীর জলের বন্দর। ভারত (India), শ্রীলঙ্কা (Sri Lanka) ও সংযুক্ত আরব আমিরশাহীর উদ্যোগে ত্রিঙ্কোমালিতে গড়ে তোলা হবে সুবিশাল একটি শক্তি কেন্দ্র।
আরও পড়ুন : কারা ভারতের ওয়াকফ বোর্ডকে দান করছিলেন সবথেকে বেশি জমি? লিস্টে রয়েছে বড় চমক
জানা যাচ্ছে, মাল্টি প্রোডাক্ট পাইপলাইন, অয়েল ট্যাংক ফার্ম এবং লজিস্টিক অবকাঠামো নির্মাণ করা হবে এই শক্তি প্রকল্পের আওতায়। ভারতের (India) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলম্বো সফরে শনিবার সাক্ষরিত হল ত্রিঙ্কোমালি চুক্তি। ত্রিপাক্ষিক এই চুক্তিতে স্বাক্ষর করেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি, শ্রীলঙ্কার জ্বালানি সচিব অধ্যাপক অজিত সিং এবং অন্যান্য কর্মকর্তারা।
আরও পড়ুন : শাশুড়িকে বৃদ্ধাশ্রমে পাঠানোর জন্য জোরাজুরি! রাজি না হতেই বেধড়ক মার বৌমার, তারপরে যা হল…..
পাশাপাশি এই চুক্তিতে আজ সাক্ষর করেছেন কেটিএম উদয়াঙ্গা হেম্পালা এবং সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিরাও। মাঝেমধ্যেই খবর আসে চিন নিজেদের গুপ্তচর জাহাজ নিয়ে নোঙর ফেলার চেষ্টা চালায় শ্রীলঙ্কায়। আবার ইতিমধ্যেই হাম্বানটোটা বন্দর এবং শ্রীলঙ্কায় ৩.২ বিলিয়ন ডলার খরচ করে তেল শোধনাগার নির্মাণের কাজ শুরু করেছে চিন। এই আবহে শ্রীলঙ্কার সাথে সাক্ষরিত ত্রিঙ্কোমালি চুক্তি বাড়তি অক্সিজেন জোগাবে ভারতকে।
বর্তমান পরিস্থিতি সাপেক্ষে শ্রীলঙ্কার সাথে ভারতের (India) নয়া চুক্তি নিঃসন্দেহে বাড়তি চাপে ফেলতে চলেছে চিনকে। শ্রীলঙ্কার বামপন্থী প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকে আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আশ্বাসের সুরে বলেন, শ্রীলঙ্কার মাটি ব্যবহার করে কেউ ভারতের ক্ষতি করতে পারবে না। তারমধ্যেই ত্রিঙ্কোমালির প্রকল্প নিয়ে ইতিবাচক বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।