ভারতের হয়ে প্রথম ম্যাচে জাতীয় সঙ্গীত শুনে আবেগপ্রবণ সাই কিশোর! রহস্য ফাঁস দীনেশ কার্তিকের

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এশিয়ান গেমসে (2023 Asian Games) আজ ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) নিজেদের যাত্রা আরম্ভ করলো। আর কোয়ার্টার ফাইনালে সেই যাত্রার প্রথম ম্যাচেই শক্তিশালী নেপালকে ২৩ রানের ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে টিকিট পেয়ে গেলেন যশস্বী জয়সওয়ালরা। ভালো পারফরম্যান্স করেছেন বেশ কিছু ক্রিকেটার। যশস্বীর শতরান, রিঙ্কুর ৩৭ রানের ঝোড়ো ক্যামিও, রবি বিশ্নইয়ের কৃপণ বোলিং করে ৩ উইকেট নেওয়ার পাশাপাশি এই ম্যাচে নজর কেড়েছিলেন সাই কিশোর (R Sai Kishore)।

চেন্নাই সুপার কিংস এবং তামিলনাড়ুর হয়ে খেলা এই তারকা দুই মাস আগে দেওধর ট্রফিতে সাউথ জোনের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন বল হাতে। দক্ষিণাঞ্চলের হয়ে তিনি ৫টি ম্যাচ খেলে মোট ১১টি উইকেট নিয়েছিলেন ঐ টুর্নামেন্টে। তার ধারাবাহিক পারফরম‍্যান্স দেখে এশিয়ান গেমসের জন্য নির্বাচিত ভারতীয় দলে তাকে বেছে নেওয়া হয়।

জাতীয় দলের জার্সিতে এটি ছিল তার প্রথম ম্যাচ। ম্যাচ আরম্ভ হওয়ার আগে নেপাল এবং ভারতের ক্রিকেটাররা যখন নিজের নিজের দেশের জাতীয় সঙ্গীত গাইছিলেন সেই সময় ক্যামেরা ফোকাস করে তার মুখের ওপর। দেখা যায় যে তার চোখে জল চলে এসেছে আবেগে এবং তিনি কান্নার কারণে ঠিকভাবে গান গাইতে পারছেন না।

আরও পড়ুন: বিশ্বকাপে নিজের এই বড় শক্তিটা ব্যবহারই করবেন না কোহলি! হতাশ BCCI ও ভারতীয় দল

এরপর হাই স্কোরিং ম্যাচে তিনি অসাধারণ বোলিং করেছেন। নেপাল ১৮০ রান তুলেছিল ভারতীয় বোলিংয়ের বিরুদ্ধে এবং ২৩ রানে হেরেছে। তিনি নিজের নির্ধারিত ৪ ওভারে মাত্র ২৫ রান দিয়েছিলেন। সেই সঙ্গে সেট হয়ে যাওয়া নেপালের ওপেনার কুশল ভুরতালের উইকেটও তুলেছিলেন তিনি।

আরও পড়ুন: বিশ্বকাপ শুরুর আগেই ভেস্তে গেল BCCI-এর পরিকল্পনা! লজ্জায় মুখ ঢাকবেন বোর্ডের কর্মকর্তারা?

তার আবেগপ্রবণ হয়ে পড়ার এই দৃশ্য শেয়ার করে সাইয়ের সঙ্গে একই দলে ঘরোয়া ক্রিকেট খেলা তারকা ক্রিকেটার দীনেশ কার্তিক লিখেছেন, “এটি ওই ক্রিকেটারের কঠিন পরিশ্রমের ফসল। আমি সব সময় চাইতাম ও ভালো করুক। শেষ কয়েক বছরে ও যেভাবে উন্নতি করেছে তা অভূতপূর্ব। যে কোনও ফরম্যাটেই ওর ওপর ভরসা করা যায়। আমি ওর সম্পর্কে আরো অনেক কথা বলতে পারি কিন্তু আপাতত এটুকুই বলবো ওকে জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামতে দেখে আমার খুব ভালো লাগছে।”

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর