বাংলাহান্ট ডেস্কঃ মারণরোগ করোনা ভাইরাসকে (COVID-19) নিয়ে বিশ্ব এখন আতঙ্কিত এখন চিন্তিত। সব দেশই এই মারণরোগের হাত থেকে বাঁচার পথ খুঁজছে। কিন্তু তার মধ্যেও বিশ্বের এক দেশ এখনও করোনা ভাইরাসকে নিয়ে চিন্তিত না হয়ে, অন্য দেশের বিষয়ে নাক গলাতে ব্যস্ত। আর এই দেশ হল পাকিস্তান (Pakistan)। পাক সরকার ইমরান খান এখনও চীনের ধোকাবাজির বিষয়ে নিরব রয়েছে। চীন থেকে পাকিস্তানে পাঠানো অন্তর্বাসের মাস্ক নিয়েও এখনও মুখ খোলেননি পাক সরকার। উল্টে ইমরান খান ভারতের বিষয়ে নিজেকে বিশেষজ্ঞ বলে দাবী করছে।
বিভিন্ন বিষয়ে বারবার সমগ্র বিশ্বের কাছে হাসির পাত্রে পরিণত হয় ইমরান খান। এবার আবারও তিনি ভারতের বিষয়ে হস্তক্ষেপ করে নিজের মতামত দিচ্ছেন। ইমরান সরকার বর্তমানে জম্মু কাশ্মীরের মূল নিবাসিদের জন্য নতুন করে আইন প্রণয়ন করেন। তার এই আইনকে ভারত কটাক্ষ করে বলে যে পাকিস্তানের কাছে কাশ্মীরের বিষয়ে কিছু বলার অধিকার নেই। ভারতের আভ্যন্তরীণ বিষয়ে বারবার ইমরান সরকারের হস্তক্ষেপ কিন্তু এবার আর মেনে নেবে না ভারত সরকার।
ভারতের বিদেশ মন্ত্রালয় থেকে ইমরান খানকে বলা হয়েছে, জম্মু কাশ্মীরের বিষয়ে যদি এতটাই চিন্তিত থাকেন, তাহলে পাকিস্তানের সীমায় আতঙ্কবাদ এবং ভারতের বিরুদ্ধে হালমার বিষয়ে বাদ সাধতে হবে তাঁকে। ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীরের বিষয়ে পাকিস্তান কোন হস্তক্ষেপ করতে পারে না।
সম্প্রতি জম্মু কাশ্মীর প্রসঙ্গে ভারত সরকার এক নতুন নিয়ম জারি করেন। ১৫ বছরের বেশি সময় ধরে যেসকল ব্যক্তি সেখানে রয়েছেন, তাঁদের জম্মু কাশ্মীরের নাগরিকত্ব দেওয়া হবে। এর পাশাপাশি যেসব ছাত্র ছাত্রী সেখানে বিগত ৭ বছর ধরে পড়াশুনা করছে এবং যারা সেখানে দশম এবং দ্বাদশ শ্রেণীতে পরীক্ষা দিয়েছেন তারাও এই কেন্দ্রশাসিত প্রদেশের নাগরিকত্ব পাবেন। কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল হওয়ার পর থেকেই সেখানকার সংস্কৃতির রক্ষা বিষয়ে নানা প্রশ্ন ওঠে। আর এই কথা ভেবেই ভারত সরকার এই পদক্ষেপ গ্রহণ করেন। কিন্তু পাক সরকার এই নতুন আইন মেনে নিতে পারেননি। তাই ইমরান খান এখন ভারতের বিষয়ে নানারকম মন্তব্য পেশ করছেন।