জ্বলবে পাকিস্তান, UAE গিয়ে ৮টি বড়বড় চুক্তি সেরে ফেললেন নরেন্দ্র মোদী! বিপুল বিনিয়োগ আসছে ভারতে

বাংলা হান্ট ডেস্ক : দু’দিনের আরব (United Arab Emirates) সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi In UAE)। অন্তত আটটি ক্ষেত্রে চুক্তিবদ্ধ হয়েছে এই দুই দেশ। সূত্রের খবর, মোদীর দু’দিনের সংযুক্ত আরব আমিরাত সফরের সময় ভারত-মধ্যপ্রাচ্য অর্থনৈতিক করিডোর (আইএমইসি) এর একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এছাড়াও গত মঙ্গলবার বিনিয়োগ, বিদ্যুৎ বাণিজ্য এবং ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্মের মত একাধিক গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে এই দুই দেশ।

এইদিন সংযুক্ত আরব আমিরাতের রাজা মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সাথে একের পর এক বৈঠক সেরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০২২ সালে দুই দেশ CEPA চুক্তি স্বাক্ষর করেছির। এই চুক্তিটি নয়া দিল্লি এবং আবু ধাবির সম্পর্ককে আরও মজবুত করেছিল। গত অর্থবছরে দুই দেশের আর্থিক মুনাফাও বেড়েছিল ভালোই।

প্রসঙ্গত উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতের রাজা আল নাহিয়ান ভাইব্রেন্ট গুজরাট সম্মেলনের জন্য জানুয়ারিতে ভারত সফরে এসেছিলেন। এরপর গত ডিসেম্বরে CoP 28 সম্মেলনের জন্য মোদী দুবাই গিয়েছিলেন। সেই সময় তারা বাণিজ্য ও বিনিয়োগ, ডিজিটাল অবকাঠামো, ফিনটেক, জ্বালানি, অবকাঠামো, সংস্কৃতি ইত্যাদি নানা বিষয়ে আলোচনা করেন।

আরও পড়ুন : গণেশ পুজোয় হাতে হাত শুভেন্দু-কৌস্তভের, লোকসভা ভোটের আগে বড় জল্পনা

prime minister narendra modi with uae president mohamed bin zaye

মোদীর এই দুবাই সফরে যে কেবল অর্থনৈতিক চুক্তিই স্বাক্ষরিত হয়েছে তা কিন্তু নয়। চুক্তির পাশাপাশি আবু ধাবিতে প্রথম হিন্দু মন্দিরের জন্য জমি দেওয়ার ক্ষেত্রে ব্যক্তিগত সমর্থন এবং উদারতার জন্য সংযুক্ত আরব আমিরশাহির রাষ্ট্রপ্রধানকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদী। এই মন্দির ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহিরং সম্পর্ককে আরও দৃঢ় করবে বলে মনে করছে দুই দেশ।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর