পশ্চিমবঙ্গের বুকে ভারত-US-জাপানের বায়ু সেনার মহড়া! ঐক্যবদ্ধ চিন বিরোধী জোট, চাপে বেজিং

বাংলা হান্ট ডেস্ক : আরও সুদৃঢ় হচ্ছে ভারত আমেরিকার সামরিক (India America Defence Relation) সম্পর্ক। এবার পশ্চিমবঙ্গের (West Bengal) কলাইকুন্ডা এয়ার বেসে (Kalaikunda Aie Base) দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক বায়ু সেনার ওয়ারগেমসে (Bilateral Multilateral Air Combat War Games) অংশ নিতে চলেছে ভারতীয় বায়ু সেনা (Indian Air Force), আমেরিকার বায়ু সেনা (US Air Force) এবং জাপান (Japan)। এই উচ্চপর্যায়ের সামরিক মহড়া অনুষ্ঠিত হবে আগামী ১০ এপ্রিল থেকে ২১ এপ্রিলের মধ্যে।

এই বিশেষ ধরনের সামরিক মহড়ার নাম দেওয়া হয়েছে ‘কোপ ইন্ডিয়া’। সামরিক সূত্রে খবর, এই মহড়ায় দেখে নেওয়া হবে কোন বায়ু সেনার ‘অপারেশনাল দক্ষতা’ কতটা? জাপান এই মহড়ায় অংশ নিলেও সরাসরি মহড়ার ময়দানে নামবে। জাপানের ভূমিকা হবে কেবলমাত্র সাক্ষী হিসাবে উপস্থিত হওয়া।

india us 2

তবে জাপান যে শুধু মাত্র কলাইকুন্ডায় ‘অবসার্ভার’ হিসাবে উপস্থিত থাকবে তা নয়। বরং পানাগড়, আগ্রা এবং হিন্দন এয়ারবেসের হাজির থাকবেন জাপানের প্রতিনিধিরা। তবে জাপান সরাসরি ভারতের সঙ্গে কোনও সামরিক মহড়ায় অংশ নেবে কিনা তা এখনও জানা যায় নি।

কোন কোন যুদ্ধ বিমান অংশ নিতে চলেছে এই মহড়ায়? ভারতীয় বায়ু সেনা সূত্রে খবর, দ্বিপাক্ষিক এই সামরিক যুদ্ধাভ্যাসে ফ্রান্সে তৈরি রাফাল, রাশিয়ার তৈরি সুকোই-৩০ এমকেআই এনং সম্পূর্ণ ভারতীয় কারিগরিতে তৈরি তেজসকে দেখা যাবে অংশ নিতে। এছাড়া থাকছে সি-১৭ গ্লোবমাস্টার এবং আইএল-৭৮। বিশেষ সূত্রে খবর আমেরিকার এফ-১৫ যুদ্ধ বিমানও অংশ নেবে এই মহড়ায়।

ভারত, আমেরিকা এবং জাপানের এই যৌথ মহড়া কূটনৈতিক ভাবে যথেষ্ট উল্লেখযোগ্য বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বেজিং এবং মস্কো কূটনৈতিক ভাবে আরও কাছাকাছি এসেছে। এছাড়া ভারত সীমান্তে মাঝেমধ্যেই দেখা পাওয়া যায় চিনা যুদ্ধ বিমানের। এই বিশেষ মহড়া তাই মূলত বেজিংকে কড়া বার্তা দেবে বলেই মত কূটনীতিকদের।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর