বাংলা হান্ট ডেস্কঃ ভারত আর ইংল্যান্ডের মধ্যে চলা চতুর্থ টেস্টে পেস বোলার উমেশ যাদবকে প্রথম একাদশে সুযোগ দেওয়া হয়েছে। এটা বলা ভুল হবে না যে, উমেশ এই সুযোগকে হাতছাড়া করার কোনও সুযোগই দেয়নি। আর এর সাথে সাথেই উমেশ ভারতীয় সিনিয়ার বোলারের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াল।
উমেশ যাদব ওভাল টেস্টের প্রথম দিনেই ইংরেজদের অধিনায়ক জো রুটকে শিকার করে বড়সড় চমক দিয়েছিল। জো রুট আউট হওয়ার পর প্রথম ইনিংসে কম রান করা টিম ইন্ডিয়াও স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। এরপর দ্বিতীয় দিনের শুরুতেই উমেশ ক্রেগ ওভার্টনের উইকেট নিয়ে নেয়। আর অর্ধশত রানের দিকে এগিয়ে চলা মলানকেও প্যাভিলিয়নে পাঠায়।
উমেশের বল ইংরেজ ব্যাটসম্যানদের ঘাম ছুটিয়ে ছেড়েছে। আর সে টিম ইন্ডিয়ায় আবারও জায়গা করে নেওয়ার জন্য সুবর্ণ সুযোগও পেয়েছে। এখন উমেশ এরকমই প্রদর্শন করতে থাকলে, দলের অভিজ্ঞ বোলার ইশান্ত শর্মার জন্য বড়সড় বিপদ হয়ে দাঁড়াবে।
উল্লেখ্য, তৃতীয় টেস্টে ইশান্ত শর্মা ভারতের জন্য সবথেকে বড় ভিলেনের রূপে সামনে আসে। ইশান্ত লিডসে মুড়িমুড়কির মতো রান দেয় আর একটিও উইকেট পায়নি। ইশান্ত মাত্র ২২ ওভারে ৯২ রান দিয়ে ইংল্যান্ডের উপর চাপ সৃষ্টি করতে ব্যর্থ হয়। আর এই কারণেই তাঁকে এই ম্যাচে সুযোগ দেওয়া হয়নি।