ভারতের ভয়ে সন্ত্রস্ত পাকসেনা! দৌড়ে নিয়ে গেল মৃতদেহ

বাংলা হান্ট ডেস্ক : কোথায় রয়েছে দুষ্টের দমন শিষ্টের পালন। পাকিস্তান সেনা কে এইরকম অবস্থায় আর কোনদিনও দেখা যায়নি। বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

অস্ত্রের বদলে পাকসেনার হাতে সাদা পতাকা এমন বিরল দৃশ্য শনিবার দেখা গেল সীমান্ত এলাকায়। ভারতীয় সেনা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত দুই সহযোদ্ধার দেওয়ার জন্য অস্ত্র ছেড়ে সাদা পতাকা হাতে নেমে আসে পাকসেনা।

১১ই সেপ্টেম্বর পাক অধিকৃত কাশ্মীরের হাজীপুর সেক্টরে বিনা প্ররোচনায় গোলাবর্ষণ শুরু করে পাকবাহিনী পাল্টা জবাব দেয় ভারতীয় জওয়ানরা ভারতীয় গুলিতে পাকিস্তান রেঞ্জার এর দুজনের মৃত্যু হয়। টানা দু’দিন সংঘর্ষের পর পিছু হটে পাকবাহিনী।

Screenshot 2019 0915 220400

হাতিয়ার ফেলে দিন সাদা পতাকা দেখিয়ে নিহত দুই জনের দেহ উদ্ধার করে তারা। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় ভারতীয় জওয়ানদের উদ্দেশ্যে সাদা পতাকা উচিয়ে ঢাল বেয়ে নেমে আসেন একপাক রেঞ্জার, এক হাতে পতাকা নিয়ে অন্য হাত দিয়ে মৃতদেহ টেনে তোলার চেষ্টা করছেন,

তিনি সাদা পতাকা দেখে ভারতীয় সেনার গুলি না চালানোর সাহসে ভর করে আরো দুজন দৌড়ে নেমে আসে হাতে লাগান

Udayan Biswas

সম্পর্কিত খবর