গেরুয়ায় মুড়ে অভ্যর্থনা বাবর আজমদের! ভারতের আতিথেয়তা চোখ ধাঁধিয়ে দিলো পাকিস্তানের ক্রিকেটারদের

Last Updated:

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ অনেক তর্কবিতর্ক, জল্পনা-কল্পনার পর অবশেষে কাল সন্ধ্যায় ভারতের মাটিতে পা রেখেছে বাবর আজমের (Babar Azam) নেতৃত্বাধীন পাকিস্তান ক্রিকেট দল (Pakistan Cricket Team)। প্রাথমিকভাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) জানিয়ে ছিল যে তারা ভারতের (India) মাটিতে বিশ্বকাপ (2023 ODI World Cup) খেলতে চায় না। তারা নিরপেক্ষ ভেন‍্যুতে এই টুর্নামেন্ট খেলবে। কিন্তু আইসিসি তাদের এই দাবি সম্পূর্ণ উড়িয়ে দেয় এবং ভারতে বিশ্বকাপ খেলতে আসার জন্য পাকিস্তান ক্রিকেট দলকে অনুমতি দিতে বাধ্য হয় সেই দেশের সরকার।

কাল সন্ধ্যায় বাবর আজমরা যখন হায়দরাবাদ এয়ারপোর্টে পা রাখেন তখন তাদেরকে ঘিরে সাধারণ মানুষের উৎসাহ ছিল দেখার মতন। শাহীন আফ্রিদি, মহম্মদ রিজওয়ানদের নামে জয়ধ্বনি উঠতেও দেখা যায়। এমনকি তাদের সুরক্ষার জন্য যে পুলিশ আধিকারিকরা নিযুক্ত ছিলেন তারাও অত্যন্ত নম্রভাবে পাকিস্তানি ক্রিকেটারদের নিরাপত্তা সুনিশ্চিত করে তাদের টিম বাসে পৌঁছে দেয়।

হোটেলে পৌঁছানোর পর পাকিস্তান ক্রিকেট দলের সদস্যদের এক এক জনের গলায় গেরুয়া, নীল, সবুজ, এক এক রকম শাল চাপিয়ে এবং সুগন্ধি ছিটিয়ে তাদের অভ্যর্থনা জানানো হয়। প্রাথমিকভাবে কিছুটা অসুস্থ থাকলেও ধীরে ধীরে সহজ হয়ে ওঠেন পাকিস্তানের ক্রিকেটার দল। এরপর নিজেদের হোটেলে চাবি সংগ্রহ করে তারা পৌঁছে যান নিজে নিজে ঘরে।

হায়দরাবাদেই তারা তাদের প্রথম অনুশীলন ম্যাচটি খেলবে আগামীকাল গতবারের বিশ্বকাপের ফাইনালিস্ট নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ভারতের মাটিতে আসার আগে অবশ্য হুংকার ছেড়ে এসেছে বাবর আজম। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারতকে হারিয়ে বিশ্বকাপ জয় করতে চায় তারা। শুধুমাত্র টপ ফোরে থাকাই তাদের একমাত্র লক্ষ্য নয় সেটা স্পষ্ট করে দিয়েছেন পাক অধিনায়ক।

আরও পড়ুন: ভারতীয় দলের সবচেয়ে বড় ২ দুর্বলতা এলো সামনে! বোলিং ও ব্যাটিং নিয়ে ভাবতে হবে রোহিতদের

পাকিস্তান ক্রিকেট দল এশিয়া কাপের শোচনীয় পারফরম্যান্স করেছে। কিন্তু তারপর কোনও ওডিআই সিরিজ না খেলে সরাসরি ভারতের মাটিতে এসেছে তারা। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান আরম্ভ করবে পাকিস্তান দল। ১৪ ই অক্টোবর তারা মুখোমুখি হবে ভারতীয় দলের।

 

সম্পর্কিত খবর

X