বাংলা হান্ট ডেস্কঃ আইসিসি টুর্নামেন্টে বিশেষত যে মহাযুদ্ধ দেখার জন্য মুখিয়ে থাকেন দর্শকরা তা যে ভারত পাকিস্তানের লড়াই তা বলাই বাহুল্য। এবারও চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দলের লড়াই দেখতে ল মুখিয়ে রয়েছেন সকলেই। ২৪ অক্টোবর এই লড়াই দিয়েই সফর শুরু হতে চলেছে ভারত এবং পাকিস্তানের। আর ইতিমধ্যেই এই ম্যাচ নিয়ে বয়ান দিতে শুরু করেছেন প্রাক্তন খেলোয়াড়রা। কার্যত বেশিরভাগ বিশেষজ্ঞই এগিয়ে রাখছেন ভারতকে। এবার এই তালিকায় অন্তর্ভুক্ত হল প্রাক্তন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী জোরে বোলার অজিত আগারকারের নাম।
ভারত পাকিস্তানের এই মহা যুদ্ধ নিয়ে বড় ভবিষ্যদ্বাণী করেছেন আগারকার। আগারকারের মতে, যখনই ভারত ও পাকিস্তানের মত দল পরস্পরের মুখোমুখি হয়, তখন স্টেক সবসময়ই উঁচুতে থাকে। তবে ভারতের বর্তমান ফর্ম দেখে মনে হয় না, পাকিস্তান তাকে বড় চ্যালেঞ্জ দিতে পারবে। অজিত বলেন, “যখনই ভারত ও পাকিস্তানের মত দল পরস্পরের মুখোমুখি হয়, তখন স্টেক সবসময়ই উঁচুতে থাকে। কিন্তু টিম ইন্ডিয়ার বর্তমান ফর্ম দেখে আমি মনে করি না যে পাকিস্তান খুব একটা চ্যালেঞ্জ দিতে পারবে। যাইহোক, আমাদের তাদের হালকাভাবে নেওয়া উচিত নয় কারণ ক্রিকেট একটি মজাদার খেলা এবং যেকোনও মুহূর্তে খেলা পুরোপুরি পরিবর্তিত হয়ে যেতে পারে, বিশেষ করে টি -টোয়েন্টি ফরম্যাটে।”
একইসঙ্গে ২০০৭ সালে খেলা ভারত পাকিস্তান ফাইনালের কথাও উল্লেখ করেন আগারকার। এই বিশ্বকাপে নিজেও দলের প্রতিনিধি ছিলেন আগারকার। তিনি বলেন, “২০০৭ সালের টি -টোয়েন্টি বিশ্বকাপের পুরো টুর্নামেন্ট ছিল আমাদের স্বপ্নের একটি সফর। আমরা ভাবিনি যে তরুণ এই দল পাকিস্তানের বিপক্ষেও এমন কৃতিত্ব অর্জন করতে পারে। আমি মনে করি ভারত এবং পাকিস্তানের মধ্যে একটি ম্যাচ সবসময় আবেগের জোয়ার নিয়ে আসে এবং এটি বিশ্বকাপের সবচেয়ে প্রত্যাশিত ম্যাচগুলির মধ্যে একটি।”
জানিয়ে রাখি এখনও পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট পাঁচবার পাকিস্তানের মুখোমুখি হয়েছে ভারতীয় দল। একটি ম্যাচও জিততে পারেনি পাকিস্তান। এমনকি শেষবার ২০১৯ সালে ৫০ ওভারের বিশ্বকাপে লড়াইয়ে নেমেছিল দুই দল তবে সেবারও ভারতের কাছে পরাস্ত করতে হয়েছিল বাবরদের। যদিও এবার এই রেকর্ড বদলাতে মরিয়া তারা। এমনকি এই নিয়ে ইতিমধ্যেই বড় বয়ান দিয়েছেন পাক অধিনায়ক বাবর আজম। কার্যত তিনি জানিয়েই রেখেছেন, এবার ভারতকে হারিয়ে নিজেদের বিশ্বকাপ সফর শুরু করতে মরিয়া পাকিস্তান।