২০৩০-এর মধ্যেই জাপানকে হারিয়ে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হবে ভারত, সামনে এল বিরাট তথ্য

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, S&P গ্লোবাল মার্কেট ইন্টেলিজেন্স তার পারচেসিং ম্যানেজার্স ইনডেক্স (PMI) ডেটাতে জানিয়েছে, ২০৩০ সালের মধ্যে ভারত ৭,৩০০ বিলিয়ন মার্কিন ডলারের GDP-র ওপর ভর করে জাপানকে টেক্কা দিয়ে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হতে পারে।

এছাড়াও, ভারত এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে। মূলত, পরপর ২০২১ এবং ২০২২-এই দুই বছরে দ্রুত অর্থনৈতিক বৃদ্ধির কারণে, চলতি বছরে অর্থাৎ ২০২৩ সালে ভারতের অর্থনৈতিক অবস্থান অনেক বেশি শক্তিশালী হয়েছে।

ভারতের নমিন্যাল GDP পৌঁছবে ৭৩০০ বিলিয়ন মার্কিন ডলারে: এদিকে, S&P গ্লোবালের মতে, এপ্রিল-জুন ত্রৈমাসিকে এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতির বৃদ্ধির হার হবে ৭.৮ শতাংশ। পাশাপাশি, ভারতের GDP ২০২৪ সালের মার্চে শেষ হওয়া অর্থবর্ষে ৬.২ থেকে ৬.৩ শতাংশ বৃদ্ধি পাবে বলে অনুমান করা হচ্ছে।

আরও পড়ুন: উৎসবের মরশুমেই শেয়ার বাজারে বিশাল ধস! ক্ষতির অঙ্ক জানলে হয়ে যাবেন “থ”

এর সাথে, ভারতীয় অর্থনীতি এই অর্থবর্ষে সবথেকে দ্রুত বর্ধনশীল এবং অন্যতম প্রধান অর্থনীতি হিসেবে বিবেচিত হবে। এছাড়াও, ভারতের নমিন্যাল GDP, যা মার্কিন ডলারের পরিপ্রেক্ষিতে পরিমাপ করা হয়, তা ২০২২ সালের ৩,৫০০ বিলিয়ন ডলার থেকে বেড়ে ২০৩০ সালের মধ্যে ৭,৩০০ বিলিয়ন ডলার হতে পারে।

আরও পড়ুন: উৎসবের মরশুমে স্বস্তির খবর! লাফিয়ে কমল সোনা-রুপোর দাম, জেনে নিন সর্বশেষ দর

জাপানের GDP: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, অর্থনৈতিক বিস্তারের এত দ্রুত বৃদ্ধির কারণে, ভারতীয় GDP ২০৩০ সালের মধ্যে জাপানের GDP-কে ছাড়িয়ে যেতে পারে। যার কারণে ভারত দ্বিতীয় স্থানে আসতে পারে এবং আমাদের দেশ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হতে পারে।

India will become Asia's second largest economy within a few years

শীর্ষ অর্থনীতি: উল্লেখ্য যে, বর্তমানে আমেরিকা হল বিশ্বের বৃহত্তম অর্থনীতি। যার GDP হল ২৫,৫০০ বিলিয়ন মার্কিন ডলার। এরপরে, ১৮,০০০ বিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতির ওপর ভর করে এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে চিন। পাশাপাশি, জাপান রয়েছে তৃতীয় স্থানে (৪,২০০ বিলিয়ন মার্কিন ডলার)। চতুর্থ স্থানে রয়েছে জার্মানি (৪ ট্রিলিয়ন মার্কিন ডলার)।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর