বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে ক্রমশ অপ্রতিরোধ্য হয়ে উঠছে ভারতের অর্থনীতি (Indian Economy)। শুধু তাই নয়, সাম্প্রতিককালে যেখানে বিশ্বের একাধিক বড় দেশে আর্থিক মন্দা পরিলক্ষিত হচ্ছে সেখানে ভারতের অর্থনীতি দুর্বার গতিতে এগিয়ে চলেছে। ঠিক এই আবহেই এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, আগামী ৫ বছরের মধ্যেই ভারতের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছবে।
এমতাবস্থায়, ২০২৭ সালের মধ্যে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে। যার ফলে এই তালিকায় ভারতের চেয়ে এগিয়ে থাকবে শুধুমাত্র চিন ও আমেরিকা। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, বর্তমান পরিসংখ্যান অনুযায়ী ভারত বর্তমানে ৩.৬ ট্রিলিয়ন ডলারের GDP সহ বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি হিসেবে বিবেচিত হচ্ছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ২০৩০ সাল নাগাদ দেশে শেয়ার মার্কেট ক্যাপ ১০ ট্রিলিয়ন ডলারে উন্নীত হবে বলেও অনুমান করা হচ্ছে
সারা বিশ্বে বাজবে ভারতের ডঙ্কা: উল্লেখ্য যে, গ্লোবাল ব্রোকারেজ ফার্ম Jefferies তার সাম্প্রতিক রিপোর্টে ভারতের অর্থনীতিতে আস্থা প্রকাশ করেছে। পাশাপাশি, ইতিবাচক অনুমানের বিষয়টিও উপস্থাপিত করা হয়েছে। ওই রিপোর্টে বলা হয়েছে যে, আগামী ৫ বছরে ভারতের অর্থনীতি বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে। অর্থাৎ GDP-র আকার ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে। জানিয়ে রাখি যে, বর্তমানে তৃতীয় অবস্থানে রয়েছে জার্মানি। যার GDP হল ৪.৫ ট্রিলিয়ন ডলার।
অর্থনৈতিক বৃদ্ধির জন্য ইতিবাচক কারণ: Jefferies কর্তৃক প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে যে, ভারতের এই ক্রমবর্ধমান অর্থনীতির ক্ষেত্রে ক্রমাগত GDP বৃদ্ধি, জিও-পলিটিক্যাল সাপোর্ট এবং সরকারি রিফর্মসের সাপোর্ট মিলবে। বিগত ১০ বছরে, ভারতের GDP ৭ শতাংশ CAGR-এ বৃদ্ধি পেয়ে ৩.৬ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। আরেকটি উল্লেখযোগ্য বিষয় হল, ভারতে বড় বিনিয়োগকারীদের আস্থাও বাড়ছে।
আরও পড়ুন: শাহজাহান বাহিনীর অত্যাচারে অসহায় সন্দেশখালি! উপজাতি কমিশনের পায়ে লুটিয়ে পড়লেন গ্রামবাসীরা
ভারতের অর্থনীতির জন্য বুস্টআপ: সাম্প্রতিক ব্রোকারেজ রিপোর্ট অনুসারে, ভারতে Entrepreneurship এবং স্টার্টআপ ইকোসিস্টেমের বৃদ্ধি অত্যন্ত লাভজনক হিসেবে বিবেচিত হচ্ছে। প্রতি বছর ভারত থেকে সার্ভিসেজের এক্সপোর্টের পরিমাণ হল ৪৫০ বিলিয়ন ডলার। এই সমস্ত বিষয়গুলি ভারতীয় অর্থনীতিকে প্রত্যক্ষভাবে প্রভাবিত করছে।
আরও পড়ুন: শুরু হয়ে গেল কাউন্টডাউন! সামনে এল IPL-এর আংশিক সূচি, কবে রয়েছে কলকাতার ম্যাচ?
বর্তমান পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের ৫ টি বৃহত্তম অর্থনীতি (ট্রিলিয়নে):
১. আমেরিকা (২৭.৯ বিলিয়ন ডলার)
২. চিন (১৮.৫ বিলিয়ন ডলার)
৩. জার্মানি (৪.৫ বিলিয়ন ডলার)
৪. জাপান (৪.২ বিলিয়ন ডলার)
৫. ভারত (৩.৬ বিলিয়ন ডলার)