সেনার জন্য ভয়ংকর মিলিটারি স্যাটেলাইট বানাচ্ছে ভারত , এবার সার্জিক্যাল স্ট্রাইক হবে আরও সহজ

বাংলা হান্ট ডেস্ক : নিজের নিরাপত্তাকে আরও শক্তপোক্ত করছে ভারত। এবার নিউস্পেস ইন্ডিয়া লিমিটেড (NSIL)-এর সঙ্গে উন্নত যোগাযোগ স্যাটেলাইটের জন্য  চুক্তি করল ভারতীয় সেনাবাহিনী। আধুনিক স্যাটেলাইট জিস্যাট ৭বি (GSAT 7B) কিনছে ভারতীয় সেনা। এই স্যাটেলাইটের জন্য প্রায় ৩,০০০ কোটি টাকার চুক্তি স্বাক্ষরিত হল।

স্যাটেলাইটটি সেনা, অত্যাধুনিক অস্ত্র এবং বায়ুসেনা সংক্রান্ত প্ল্যাটফর্মে লাইন-অফ-সাইট যোগাযোগের জন্য ব্যবহৃত হবে। এনএসআইএল সূত্রে খবর, বিশেষভাবে জ্যাম-প্রুফ এবং সুরক্ষিত করার উদ্দেশ্যেই এই স্যাটেলাইটটি তৈরি করা হয়েছে। ২০২৬ সালে এই স্যাটেলাইট ডেলিভারি হওয়ার কথা। এছাড়াও, ভারতীয় নৌবাহিনীর হেলিকপ্টারের জন্য স্বয়ংক্রিয় বায়ু প্রতিরক্ষা নিয়ন্ত্রণ এবং রিপোর্টিং  সিস্টেম কেনা হবে বলে জানা যাচ্ছে। এই প্রকল্পের নাম প্রজেক্ট আকাশতী।

india
এরই পাশাপাশি ইলেকট্রনিক সহায়তা ব্যবস্থার জন্য ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এর সঙ্গেও একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। দু’টি মিলিয়ে চুক্তির অঙ্ক প্রায়  ২,৪০০ কোটি টাকা। এই প্রকল্পগুলি ভারতীয়-আইডিডিএম বিভাগের অধীনস্থ। এর মাধ্যমে স্যাটেলাইট  যোগাযোগ ও প্রতিরক্ষা খাতে স্বনির্ভরতা আরও বৃদ্ধি পাবে।

অপরদিকে, ডিআরডিও-র প্রাক্তন ডিরেক্টর জেনারেল ও নীতি আয়োগের সদস্য ভি কে সারস্বত জানিয়েছেন, ২০২৭ সালের মধ্যে আরও সাত হাজার স্যাটেলাইট মহাকাশে পাঠাতে চলেছে ইসরো। তার প্রস্তুতি শুরু হয়ে গেছে এখন থেকেই। সারস্বত জানান, ‘সাত হাজার ন্যানো স্যাটেলাইট আগামী সাত বছরের মধ্যে পৃথিবীর কক্ষে বসিয়ে দেবেন ইসরোর বিজ্ঞানীরা।

এই কৃত্রিম উপগ্রহগুলি আকারে ছোট, ওজনে হাল্কা। তবে এর কার্যক্ষমতা বিশাল। সীমান্ত পাহারা দেওয়া তো বটেই, এই স্যাটেলাইটগুলির হাই-রেজোলিউশন ক্যামেরা শত্রুদের গোপন ডেরার খোঁজও দিতে পারবে অনায়াসেই। বিশেষত চিন ও পাক সীমান্তে শত্রু সেনার বিন্যাসের খবর পাঠাবে গ্রাউন্ড স্টেশনে। দেশের সুরক্ষার জন্য যা অন্যতম বড় হাতিয়ার।’


Sudipto

সম্পর্কিত খবর