রাহুল-ইশান ঝড়ে উড়ে গেল ইংরেজরা, রান না পেলেও ওয়ার্মআপ ম্যাচে জয়ী বিরাট কোহলি

বাংলা হান্ট ডেস্কঃ শুরু হয়ে গিয়েছে মুরুদেশের বিশ্বযুদ্ধ। ইতিমধ্যেই বাছাই পর্বের জন্য লড়াই করছে বাংলাদেশ, শ্রীলংকা, স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি, ওমানের মত দলগুলি। অন্যদিকে প্রস্তুতি ম্যাচে আজ মুখোমুখি হয়েছে ভারত এবং ইংল্যান্ডও। একদিকে যেমন দুবাইতে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ৭ উইকেটে জয় তুলে নিয়েছে পাকিস্তান তেমনি অন্যদিকে ভারতেরও আজ লক্ষ্য ছিল জয় দিয়ে যাত্রা শুরু করা। এদিন টসে জিতে ইংল্যান্ডকে প্রথম ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ভারত অধিনায়ক বিরাট কোহলি।

শুরুটা অবশ্য আজ হয়েছিল ভারতেরই মন মতোই। জেসন রয় এবং জস বাটলার ইংল্যান্ডের দুই ওপেনারকেই এদিন ঘরে ফিরিয়ে দেন মোহাম্মদ শামি। বিধ্বংসী মালানকেও দ্রুতই ফিরিয়েছিলেন রহুল চাহার। কিন্তু কার্যত এরপর প্রতিরোধ গড়ে তোলে ইংরেজ বাহিনী। বেয়ারস্টো, লিভিংস্টোন এবং মঈনের হাত ধরে ফের একবার ম্যাচে ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড। ৪৯ রানের ইনিংস খেলে বেয়ারস্টো ফিরলেও ভারতের সমস্যা শেষ হয়নি। লিভিংস্টোনের ৩০ এবং মঈন আলীর মাত্র ২০ বলে ৪৩ বিধ্বংসী ইনিংসের সৌজন্যে ১৮৮ রানের বিশাল স্কোর খাড়া করে তারা।

আজ তেমন আশাপ্রদ ছিলনা ভারতীয় বোলিংও। একদিকে যেমন ১৩.৫ গড়ে ৫৪ রান খরচ করেন ভুবনেশ্বর, তেমনি অন্যদিকে তিনটি উইকেট নিলেও ১০ গড়ে ৪০ রান খরচ করেন শামিও। এমনকি রহুল চাহারের হাত থেকেও বেরিয়ে যায় ৪ ওভারে ৪৩ রান। বোলারদের মধ্যে একমাত্র আঁটোসাঁটো বোলিং উপহার দেন বুমরাহ এবং রবীচন্দ্রন অশ্বিন। যদিও বুমরাহ একটি উইকেট পেলেও অশ্বিন আজ খাতা খুলতে পারেননি। জবাবে ব্যাট করতে নেমে আজ ঈশান কিশান এবং কে এল রাহুলকে দিয়ে শুরু করে ভারত। দুজনেই আজ ছিলেন ভীষণ মারমুখী। মাত্র ২৪ বলে ছটি বাউন্ডারি এবং তিনটি ওভার বাউন্ডারি দিয়ে ৫১ রানের দুর্ধর্ষ ইনিংস উপহার দেন রাহুল।

 

যদিও ব্যাট হাতে আজ ফের একবার ব্যর্থ হলেন অধিনায়ক কোহলি। মাত্র ১১ রানে এদিনও লিভিংস্টোনের শিকার হলেন তিনি। তবে প্রথম ম্যাচেই নিজেকে প্রমাণ করলেন ঈশান কিশান। মাত্র ৪৬ বলে ৭০ রানের অনবদ্য ইনিংস আজ উপহার দেন তিনি। আইপিএলে তেমন ফর্ম দেখাতে না পারলেও প্রথম ম্যাচেই নিজের বিধ্বংসী ইনিংস তিনি সাজিয়েছিলেন সাতটি বাউন্ডারি এবং তিনটি ওভার বাউন্ডারি দিয়ে। শেষ পর্যন্ত লক্ষ্যে পৌঁছাতে কোন অসুবিধা হয়নি ভারতের। আজ দায়িত্ব নিয়ে ম্যাচ ফিনিশ করেন ঋষভ এবং হার্দিক। শেষমেষ একদিকে যেমন পন্থ নট আউট থাকেন ২৯ রানে তেমনি অন্যদিকে ১২ রানে অপরাজিত থাকেন হার্দিক। তবে দুরন্ত ব্যাটিংয়ে জেরে জয় এলেও কোহলির চিন্তা বাড়াবেন বোলাররা। বিশেষত আজ একেবারেই অফ ডে গিয়েছে ভুবনেশ্বর কুমারের। যথেষ্ট পরিমাণে খরচ করেছেন রহুল চাহারও। তাই ৭ উইকেটে জয় এলেও চিন্তা কিছুটা থেকেই যাবে কোহলিদের।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর