বাংলা হান্ট ডেস্ক: খেলার দুনিয়ায় ভারতের মহিলা ক্রিকেট দল (India Women’s National Cricket Team) এবার ইতিহাস তৈরি করেছে। ২০২৫ সালের মহিলা বিশ্বকাপের সেমিফাইনালে, টিম ইন্ডিয়া ৭ বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে পরাজিত করে ফাইনালে পৌঁছে গিয়েছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ভারতীয় মহিলা ক্রিকেট দল মহিলা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে বিশ্বরেকর্ডও গড়েছে। জেমিমার সেঞ্চুরি এবং হরমনপ্রীত কৌরের শক্তিশালী হাফ-সেঞ্চুরির সুবাদে ভারত ৩৩৯ রানের বিশাল স্কোর তাড়া করে ৫ উইকেটে জয়লাভ করে। আরও একটি চমকপ্রদ বিষয় হল বিগত ৮ বছরে এই প্রথম কোনও ম্যাচে পরাজিত হয়েছে অস্ট্রেলিয়া।
মহিলা বিশ্বকাপের ফাইনালে ভারত (India Women’s National Cricket Team):
জেনে অবাক হবেন যে, মহিলা বিশ্বকাপের ইতিহাসে, কোনও দল নকআউট ম্যাচে ২৫০ রানের বেশি লক্ষ্য অর্জন করতে পারেনি। তবে ভারতীয় মহিলা ক্রিকেট দল (India Women’s National Cricket Team) কেবল ২৫০ রানই নয়, ৩৩৯ রানের লক্ষ্য তাড়া করে বিশ্বরেকর্ড তৈরি করেছে। এর ফলে, এবার ওমেন্স ক্রিকেট নতুন বিশ্বচ্যাম্পিয়ন পেতে চলেছে কারণ ভারত এবং দক্ষিণ আফ্রিকা কখনও এর আগে ODI বিশ্বকাপ জিতেনি। ভারতীয় দল তৃতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে। যেখানে প্রথম ২ বারই ভারতীয় দল পরাজিত হয়।
𝘾𝙡𝙖𝙨𝙨𝙞𝙘 𝘾𝙝𝙖𝙨𝙚 🔥
Harmanpreet Kaur 🤝 Jemimah Rodrigues
A partnership of 1️⃣6️⃣7️⃣(156), which is the highest for #WomenInBlue in ICC World Cup knockouts for any wicket. 🫡
Scorecard ▶ https://t.co/ou9H5gN60l#TeamIndia | #CWC25 | #INDvAUS | @ImHarmanpreet |… pic.twitter.com/Eh9SHYbhzD
— BCCI Women (@BCCIWomen) October 30, 2025
মহিলাদের একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ডও গড়েছে ভারত (India Women’s National Cricket Team)। একই টুর্নামেন্টে, অস্ট্রেলিয়া ভারতের বিরুদ্ধে ৩৩১ রানের লক্ষ্য তাড়া করে রেকর্ড গড়েছিল। তবে, ভারত অস্ট্রেলিয়ার কাছ থেকে এই বিশ্ব রেকর্ডটি ছিনিয়ে নিয়েছে। অপরদিকে, শ্রীলঙ্কা ৩০২ রানের লক্ষ্য তাড়া করেছে। এই ৩ টি দলই শুধুমাত্র মহিলাদের ODI আন্তর্জাতিক ক্রিকেটে ৩০০ এর বেশি রানের লক্ষ্য তাড়া করেছে। এদিকে, ভারতীয় দল তাদের ইতিহাসে প্রথমবারের মতো দ্বিতীয় ইনিংসে এত রান করেছে।
আরও পড়ুন: গাড়ি নয়, এবার অভিনবভাবে দুরন্ত রেকর্ড গড়ল সুজুকি! জানলে হবে গর্ব
ভারত বনাম অস্ট্রেলিয়া মহিলা বিশ্বকাপ সেমিফাইনাল পর্যালোচনা: এই ম্যাচে, অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলি টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। অস্ট্রেলিয়ার হয়ে ফোবি লিচফিল্ড করেন ১১৯ রান। এবারও, এলিস পেরি ৭৭ এবং অ্যাশলে গার্ডনার ৬৩ রান করেন। অস্ট্রেলিয়া তাদের সব উইকেট হারিয়ে ৩৩৮ রান করে। ভারতের (India Women’s National Cricket Team) হয়ে শ্রী চরানি এবং দীপ্তি শর্মা ২ টি করে উইকেট নেন। ভারতীয় দল যখন ৩৩৯ রানের লক্ষ্য তাড়া করতে নামে, তখন শুরুটা ভালো ছিল না।
আরও পড়ুন: দামে ১৩ শতাংশ পর্যন্ত বৃদ্ধি! এই কোম্পানির স্টকে রকেটের গতি, শেয়ার বাজারে তুলছে ঝড়
প্রথম উইকেট পড়ে ১৩ রানে এবং দ্বিতীয় উইকেটের পতন ঘটে ৫৯ রানে। এরপর অধিনায়ক হরমনপ্রীত কৌর এবং জেমিমা রড্রিগেজ ১৫০ রানেরও বেশি রানের জুটি গড়েন। হরমনপ্রীত ৮৯ রান করে আউট হন, আর জেমিমা ১২৭ রানে অপরাজিত থাকেন। এছাড়াও, দীপ্তি শর্মা ১৭ বলে ২৪ রান এবং রিচা ঘোষ ১৬ বলে ২৬ রান করেন। অমনজোত কৌর ৮ বলে ১৫ রান করে অপরাজিত থাকেন। আর এইভাবেই ভারত ৫ উইকেটে ম্যাচ জিতে নেয়। ৪৯ তম ওভারের তৃতীয় বলে ৩৩৯ রানের লক্ষ্যপূরণ করে ফেলে ভারত (India Women’s National Cricket Team)।













