সিরিজ বাঁচানোর ম্যাচে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

ভারত বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দিল্লির অরুন জেটলি ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের কাছে পরাজিত হতে হয়েছিল ভারত কে। প্রথম ম্যাচে হারের পর আজ রাজকোটে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামতে চলেছে ভারত। এই ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাতে মরিয়া রোহিত বাহিনী।

আর দ্বিতীয় ম্যাচে রাজকোট টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ফিল্ডিং করার ব্যাপারে রোহিত জানিয়েছেন রাজকোটের পিচ পুরোপুরি ব্যাটিং সহায়ক, তাই চেস করার সময় যদি কত রান চেস করতে হবে সেটা আগে থেকেই জেনে নেওয়া যায় তাহলে ব্যাটিং করা সহজ হয়ে যায়। এছাড়াও এখানে রাত বাড়ার সাথে সাথে শিশিরের দেখা মিলতে পারে আর তাই তখন বোলিং করতে বেশ অসুবিধা হবে বোলারদের। আর এই সমস্ত কথা মাথায় রেখেই প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে ভারত অধিনায়ক রোহিত শর্মা।

AP19307557361380 770x433

প্রথম ম্যাচে অনভিজ্ঞ বোলিং লাইন আপের জন্য ভারতীয় দলকে হারতে হলেও দ্বিতীয় ম্যাচে কোন রকম পরিবর্তন ছাড়াই মাঠে নামতে চলেছে ভারতীয় দল।
এক নজরে দেখে নেওয়া যাক আজকের ম্যাচে ভারতীয় দল:
রোহিত শর্মা, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, শিবম দুবে, কুর্নাল পান্ডিয়া, ওয়াসিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, দীপক চাহার এবং খালিল আহমেদ।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর