প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনা! রাজস্থানের জয়সলমেরে ভেঙে পড়ল তেজস যুদ্ধ বিমান

বাংলা হান্ট ডেস্ক : দেশে চলেছে নানান রাজনৈতিক তর্ক বিতর্ক, আর তারই মধ্যে রাজস্থানে ঘটে গিয়েছে এক ধুন্ধুমার কান্ড। জয়সলমেরে দুর্ঘটনার কবলে পড়ে ভারতীয় বায়ুসেনার (Indian Air Force) তেজস যুদ্ধবিমান (Tejas Fighter Jet)। বিমানটি ভেঙ্গে পড়ে জয়সলমেরের জওহরনগরে। যুদ্ধবিমানটির চালক আহত হয়েছেন কিন্তু তাকে ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে।

সংবাদসংস্থা ANI থেকে জানা যাচ্ছে যে, মঙ্গলবার বায়ুসেনার প্রশিক্ষণ চলছিল। সেই সময়ই দুর্ঘটনায় পড়ে Light Combat Aircraft বা LCA। যুদ্ধবিমানটি ক্র্যাশ ল্যান্ডিং করলেও সেখানে থেকে নিরাপদে বেরিয়ে আসেন যুদ্ধবিমানের চালক। বায়ুসেনা ট্যুইট করে জানিয়েছে যে, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

ভারতীয় বায়ুসেনা তাদের বিবৃতিতে জানিয়েছে,“ভারতীয় বায়ুসেনার একটি তেজস বিমান প্রশিক্ষণ চলাকালীন জয়সলমেরে দুর্ঘটনার সম্মুখীন হয়। পাইলট নিরাপদে বার হয়ে যান। দুর্ঘটনার কারণ জানতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।” ANI জানিয়েছে, যে এলাকায় যুদ্ধবিমানটি ভেঙ্গে পড়েছে সেটি পরিত্যক্ত হওয়ায় বিরাট ক্ষতি হওয়া থেকে বাঁচা গিয়েছে।

আরও পড়ুন: ভোট আসতেই বিপুল চাকরির ঘোষণা! বড় প্রতিশ্রুতি মমতার, কারা পাবেন কাজ?

tejas fighter jet crashes in rajasthan

এর আগে গত মাসের শুরুর দিকে প্রশিক্ষণ চলাকালীন ভারতীয় বায়ুসেনার হক নামের যুদ্ধবিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। সেবার বিমানটি ভেঙ্গে পড়ে কলাইকুণ্ডা এয়ারফোর্স স্টেশনের কাছেই। সেখানেও কোনো পাইলটের প্রাণহানি হয়নি। যুদ্ধবিমান ভেঙ্গে পড়ার আগেই বিমানচালক নিরাপদে বেরিয়ে আসেন।

আরও পড়ুন : ‘এটি সত্যিকারের গণতান্ত্রিক কাজ’, CAA লাগু করা নিয়ে মোদীকে সাধুবাদ হিন্দু আমেরিকা সংগঠনের

tejas plane crash 1218350 16x9 0

উল্লেখ্য যে, এই প্রথম দুর্ঘটনার মুখে পরে Tejas। দীর্ঘ 23 বছর ধরে ভারতীয় বায়ুসেনাতে রয়েছে বিমানটি কিন্তু এই প্রথম সেটির ক্র্যাশল্যান্ডিং হয়েছে। তেজস আসলে ভারতীয় প্রযুক্তিতে তৈরি বেশ হাল্কা ওজনের এবং মাল্টি রোল ফাইটার প্লেন। সম্প্রতি সেটির নৌবাহিনীর সংস্করণের ওপর কাজ চালাচ্ছে তেজসের নির্মাতা HAL।


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর