বাংলা হান্ট ডেস্কঃ আমেরিকায় থাকা এক প্রবাসী ভারতীয় হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার করোনা ভাইরাসকে মারাত্মক সংক্রমক আর প্রাণঘাতী ভাইরাস বলেছেন। এর সাথে সাথে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে (Mamata Banerjee) আবেদন করে বলেছেন যে, তিনি যেন এই ভাইরাসকে হালকা ভাবে না নেন। উনি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করে বলেছেন, এই ভাইরাসকে ছড়িয়ে পড়া থেকে আটকাতে এবং মৃত্যুর হার কমাতে যেন সবরকম পদক্ষেপ নেওয়া হয়। ডাক্তার ইন্দ্রনীল বসু রায় (dr indranill basu ray) মমতা ব্যানার্জীকে (Mamata Banerjee) একটি চিঠি লিখে বলেন, পশ্চিমবঙ্গ সমেত গোটা ভারতের মানুষ ভাগ্যবান, কারণ সেখানকার ভায়রাল স্ট্রেন আলদা আর সেই কারণে ব্যাপক ভাবে সংক্রমণ ছড়ায় না।
উনি বলেন, ‘আমি এদিকে দৃষ্টিপাত করতে বাধ্য কারণ, পশ্চিমবঙ্গে প্রচুর মানুষের বাস, যদি এই ভাইরাস কোন একটি নির্দিষ্ট এলাকায় ছড়িয়ে পড়ে, তাহলে সেখান থেকে আগুনের মতো চারিদিকে ছড়িয়ে পড়বে আর প্রচুর মানুষের মৃত্যু হবে। এই ভাইরাস ছড়ানো থেকে আটকাতে আর মানুষের মৃত্যু মিছিল রুখতে সামাজিক দায়িত্ব কঠোর ভাবে পালন করাতে হবে। আমরা কোন জিনিশকে হালকা ভাবে নিতে পারব না, যদি কড়াকড়ি না হয় আর করোনা আক্রান্তদের ঠিক ভাবে চিহ্নিত না করা হয়, তাহলে হাজার হাজার মানুষ সংক্রমিত হবে আর লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হবে। তখন আপনাকে পস্তাতে হবে।”
ডাক্তার এই ভাইরাসকে কিলিং ম্যাশিন বলে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেন যে, এই ভাইরাসকে রোখার জন্য সঠিক পদক্ষেপ নিন। উনি বলেন, সঠিক পদক্ষেপ, পরীক্ষা, সংস্পর্শে আসা মানুষদের আলদা করা আর সামাজিক দূরত্ব যদি ঠিক ভাবে পালন করানো হয়, তাহলে পশ্চিমের দেশ গুলোর মতো ভয়াবহ পরিস্থিতি হওয়ার থেকে বাঁচা যাবে।
উনি বলেন, এরকম সংক্রমণ রোখার জন্য উচিৎ পদক্ষেপ না নিলে মৃত্যু হবে আর বিনাশ হবে। আর আমি জানি একজন মুখ্যমন্ত্রী হিসেবে আপনি এটা কখনোই চাইবেন না। আপনাদের জানিয়ে দিই, গোটা ভারতে আক্রান্তের সংখ্যা ৭০ হাজার পার করেছে। যেটা সবার জন্যই খুব চিন্তার বিষয়।