ফুঁসে উঠছে নদী,সঙ্গে প্রবল হাওয়া! চরম প্রতিকূলতায় খেল দেখাল সেনা, ৪৮ ঘণ্টায় তৈরি ১৫০ ফুট ব্রিজ

বাংলাহান্ট ডেস্ক : বন্যার জলে ভয়ানক অবস্থা হয়ে উঠেছে নদীর। চারদিকে শুধুই জল আর জল। এমনই প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে ভারতীয় সেনার (Indian Army) জওয়ানরা সবাইকে চমকে দিলেন। প্রতিকুল আবহাওয়ার মধ্যেই সেনারা উত্তর সিকিমের (Sikkim) খরস্রোতা নদীর উপর সেরে ফেললেন সেতু মেরামতের কাজ। কয়েক দিনের প্রবল বৃষ্টিতে উত্তর সিকিমের সীমান্ত এলাকার গ্রামগুলি বিচ্ছিন্ন হয়ে গেছে অন্যান্য প্রান্তের সাথে।

বন্যা কবলিত এলাকার মানুষেরা যাতে পায়ে হেঁটে যেতে পারেন তার জন্য ভারতীয় সেনার ত্রিশক্তি কর্পসের ইঞ্জিনিয়াররা ১৫০ ফুটের একটি ঝুলন্ত ব্রিজ তৈরি করেছেন। অত্যধিক বৃষ্টিতে ভয়ানক অবস্থা সিকিমের জিমা নদীর। এই খরস্রোতা নদীর প্রবল জল স্রোত ও হাওয়ার বেগ ভয়াবহ অবস্থা তৈরি করেছে। ত্রিশক্তি কর্পসের সেনা জওয়ানরা সেইসব প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা করেই তৈরি করে ফেলেছেন ঝুলন্ত ব্রিজ।

আরোও পড়ুন : জল থেকে নিকাশি ব্যবস্থা, সবকিছুর বেহাল দশা! ‘আমায় রাস্তা ঝাঁট দিতে হবে?’ প্রশ্ন ক্ষুব্ধ মমতার

বিপুল পরিমাণ বৃষ্টির ফলে সিকিমের সীমান্ত লাঘুয়া এই গ্রামগুলি অন্যান্য প্রান্তের সাথে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিপর্যস্ত হয়েছে জনজীবন। ক্ষতি হয়েছে সম্পত্তির। তবে উত্তর সিকিমের বাসিন্দারা ভারতীয় সেনার সাথে যোগাযোগ করতে পেরে শেষমেষ কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। সরকারি কর্মকর্তারা জানাচ্ছেন, এই ঝুলন্ত ব্রিজ বন্যা কবলিত মানুষদের অন্যান্য প্রান্তের সাথে যোগাযোগ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

IMG 20240624 183350

 

এছাড়াও ত্রাণ সামগ্রী দ্রুত অসহায়দের মধ্যে বিলি করতে সাহায্য করবে এই ব্রিজ। সমাজ মাধ্যমে ভারতীয় সেনার এই সাহসিকতাকে অনেকেই স্যালুট জানিয়েছেন। বিশ্বের মধ্যে অন্যতম সেরা আমাদের ভারতীয় সেনা। একের পর এক প্রাকৃতিক বিপর্যয় ও অন্যান্য সমস্যায় সাধারণ মানুষের পাশে ভারতীয় সেনা সর্বদা থেকে এসেছে। উত্তর সিকিমে এই ভয়াবহ বন্যায় ফের একবার ভারতীয় সেনা নিজেদের ক্ষমতা দেখাল।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর