বাংলা হান্ট ডেস্কঃ পূর্ব লাদাখে ( Ladakh) ভারত (India) আর চীনের মধ্যে চলা উত্তেজনার মধ্যে একটি ভালো খবর সামনে আসছে। ভারতীয় সেনা প্যাংগং ঝিলের (Pangong Tso Lake) পাশে ফিঙ্গার ৪ (Finger 4) এর চীনের সেনার পরিস্থিতি দেখে একটি গুরুত্বপূর্ণ উঁচু জায়গায় কবজা করে নিয়েছে। সংবাদ সংস্থা ANI এই খবর প্রকাশিত করেছে। সুত্র থেকে জানা যায় যে, এই অপারেশনগুলি আগস্টের শেষের দিকে, পূর্বের অপারেশনগুলির সাথে প্যাংগং লেকের দক্ষিণ উপকূলে অবস্থিত উচ্চতা দখল করতে পরিচালিত হয়েছিল।
Indian Army occupies heights overlooking Chinese Army positions at Finger 4 along Pangong Tso
Read @ANI Story | https://t.co/Mp9XGd1sZQ pic.twitter.com/jnHlEE8AHc
— ANI Digital (@ani_digital) September 10, 2020
ভারতীয় সেনার সুত্র থেকে জানা যায় যে, ভারত আর চীনের সেনা আজ পূর্ব লাদাখে ব্রিগেড কম্যান্ডার স্তরের কমান্ডিং অফিসার স্তরের কথাবার্তা চালায়। এই আলোচনার উদ্দেশ্য ছিল দুই পক্ষের মধ্যে চলা সমস্যার সমাধান করা। আরেকদিকে, রাশিয়ার রাজধানী মস্কোতে ভারতের বিদেশ মন্ত্রী এস. জয় শঙ্কর চীনের বিদেশ মন্ত্রীর সাথে আলোচনায় বসতে চলেছেন। নিয়ন্ত্রণ রেখার পাশে দুন দেশের সেনার মধ্যে হওয়া সংঘর্ষের পর পূর্ব লাদাখে সীমান্তে চলা উত্তেজনার কথা মাথায় রেখে দুই দেশের মন্ত্রীর মধ্যে আলোচনা হবে।