নতুন মার্সিডিজ কিনলেন KKR অধিনায়ক শ্রেয়স আইয়ার, দাম জানলে চমকে উঠতে বাধ্য

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় দলের তরুণ প্রতিভাবান ক্রিকেটার এবং কেকেআরের বর্তমান অধিনায়ক শ্রেয়স আইয়ার এই মরশুমে আইপিএলে এবং তার আগের টি টোয়েন্টি সিরিজগুলিতে দেশের জার্সিতেও ভালো পারফরম্যান্স করেছেন। আইয়ারের কাছ থেকে দক্ষিণ আফ্রিকা সফরে ব্যাট হাতে ভালো পারফরম্যান্সের প্রত্যাশায় থাকবেন ক্রিকেটপ্রেমীরা। এরইমধ্যে শ্রেয়াস আইয়ার একটি নতুন গাড়ি কিনেছেন, যেটির সাথে তার ছবি সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে।

শ্রেয়স ২.৪৫ কোটি টাকার বিনিময়ে একটি নতুন এসইউভি কিনেছেন। এই মডেলটি হল Mercedes-AMG G 63 4Matic SUV। এই গাড়িটি জি-ওয়াগন সিরিজের অন্তর্গত সবচেয়ে জনপ্রিয় গাড়িগুলির মধ্যে একটি। এই গাড়ির বিশেষত্ব হলো এর গতি। মাত্র ৪.৫ সেকেন্ডের মধ্যে ০ থেকে ১০০ কিমি প্রতি ঘন্টা গতি তুলতে সক্ষম। শ্রেয়স আইয়ারের সাথে গাড়ির ছবি শেয়ার করেছে প্রস্তুতকারী সংস্থাটিও…..

 

View this post on Instagram

 

A post shared by Shreyas Iyer (@shreyas41)

এই মাসের ৯ তারিখ থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতীয় দলে জায়গা পেয়েছেন শ্রেয়স আইয়ার। কোহলির অনুপস্থিতিতে ৩ নম্বরে তিনিই ব্যাট করবেন। চলতি মরশুমে অধিনায়ক হিসেবে আইপিএলে নিজের নতুন দল কলকাতা নাইট রাইডার্সকে সাফল্য এনে দিতে না পারলেও ব্যক্তিগত স্তরে ভালোই পারফরম্যান্স করেছিলেন শ্রেয়স।

শ্রেয়স আইয়ারের নেতৃত্বে, কলকাতা নাইট রাইডার্স আইপিএল ২০২২-এ প্রত্যাশা অনুযায়ী ১৪ টি ম্যাচের মধ্যে দলটি মাত্র ৬ টি ম্যাচে জয় পেয়েছে। এই ১৪ টি ম্যাচে আইয়ার দলের হয়ে সর্বাধিক রান করেছেন। তিনি ১৪ ম্যাচে ৩০.৮৪ গড়ে ৪০১ রান করেছেন, যার মধ্যে তিনটি অর্ধশতরান সামিল ছিল।

Reetabrata Deb

সম্পর্কিত খবর