কত টাকার মালিক সৌরভের গাঙ্গুলি! অবসরের পরেও দাদার সম্পত্তি মাত দেবে নতুন ক্রিকেটারদের

বাংলা হান্ট ডেস্ক: ক্রিকেটের (Cricket) বাইশ গজ হোক কি টেলিভিশনের পর্দা, সবেতেই ছক্কা হাঁকিয়েছেন বাংলার মহারাজ সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly)। দেশের অন্যতম সফল ক্রিকেটার তিনি। BCCI-র প্রাক্তন প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের ক্রিকেট জীবন নিয়ে অজানা কিছুই নেই। যেমন জনপ্রিয়তা অর্জন করেছেন তেমনই সমানতালে উপার্জনও (Income) করেছেন।

সদ্যই ৫১ বছরে পা দিলেন মহারাজ। অবসরের পরেও এতটুকু ভাঁটা পড়েনি তার জনপ্রিয়তায়। ‘পুরোনো চাল ভাতে বাড়ে’ এই প্রবাদবাক্যকে সত্যি করে দিনদিন বেড়েই চলেছে তার ব্র্যান্ড ভ্যালু। জীবনের হাফ সেঞ্চুরিতে এসেও উপার্জনের দিক থেকে অনেক তারকা ক্রিকেটারকে চ্যালেঞ্জ করতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

মহারাজের ক্রিকেট কেরিয়ারের কথা বললে, ভারতীয় টিমকে মোট ৭৬টি ওডিআই জিতিয়েছেন তিনি। এছাড়া দাদার নেতৃত্বে ২১টি টেস্ট জিতেছে ভারতীয় দল। এহেন মহারাজের সম্পত্তির পরিমাণ কত জানেন? কোন কোন দিক থেকে আয় করেন সৌরভ? পাঠকদের কৌতুহল মেটাতে রইল দাদার মোট সম্পত্তির খতিয়ান।

বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এইমুহুর্তে সৌরভ গাঙ্গুলির বার্ষিক আয় প্রায় ৭০ কোটিরও বেশি। বিসিসিআই প্রেসিডেন্টের পদ খোয়ানোর পর ব্যস্ততা যেন আরও বেড়ে গিয়েছে সৌরভের। বিজ্ঞাপন, সঞ্চালনার পাশাপাশি এখন ধারাভাষ্যের কাজও করছেন সৌরভ। Knowledge.com ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এই মুহূর্তে প্রায় ৭০০ কোটি টাকার মালিক বাংলার মহারাজ।

a peek into sourav ganguly’s marvelous mansion in kolkata fb 1200x700 compressed

জানা যাচ্ছে, প্রতি মাসে প্রায় ৮ কোটি টাকা আয় করে থাকেন সৌরভ। নামিদামী সংস্থা পুমা-র থেকে বার্ষিক ১.৩৫ কোটি টাকা পান তিনি। এছাড়া ডিটিডিসির বিজ্ঞাপন বাবদ দাবি করেন ১ কোটি টাকা। এছাড়াও তালিকায় রয়েছে JSW Cement, Ajanta Shoes, My Circle 11, Tata Tetley, Acilar Lens এবং Senco Gold-র মত নামিদামী সব সংস্থা। এই সমস্ত সংস্থার হয়ে প্রচার করে থাকেন সৌরভ। সৌরভের গ্যারাজে রয়েছে, বিএমডব্লিউ, মার্সিডিজ-সহ বেশকিছু বহুমূল্যের গাড়ি।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর