বাংলা হান্ট ডেস্ক: গাড়ি চালানোর ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স (Driving License) হল অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি, এটি একটি গুরুত্বপূর্ণ নথি হিসেবেও বিবেচিত হয়। তবে, আপনি কি জানেন যে বিশ্বে এমন একাধিক দেশ রয়েছে যেখানে ভারতীয় ড্রাইভিং লাইসেন্স বৈধ হিসেবে গণ্য হয়। অর্থাৎ, সেইসব দেশে আপনি ভারতীয় ড্রাইভিং লাইসেন্সকে কাজে লাগিয়েই গাড়ি চালাতে পারবেন। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।
১. নিউজিল্যান্ড: প্রথমেই আমরা যে দেশটির সম্পর্কে জানাবো সেটির নাম হল নিউজিল্যান্ড। ওই দেশে ভারতীয় ড্রাইভিং লাইসেন্স এক বছরের জন্য বৈধ রয়েছে। তারপরে আপনার নিউজিল্যান্ডের লাইসেন্স অথবা ইন্টারন্যাশনাল পারমিটের প্রয়োজন। সেক্ষেত্রে ন্যূনতম বয়সসীমা হল ২১ বছর।
২. অস্ট্রেলিয়া: উল্লেখ্য যে, অস্ট্রেলিয়ার কিছু রাজ্যেও এক বছরের জন্য ভারতীয় ড্রাইভিং লাইসেন্সকে বৈধ বলে বিবেচিত করে। তবে, ওই দেশের বাকি রাজ্যগুলির ক্ষেত্রে ভারতীয় ড্রাইভিং লাইসেন্স তিন মাসের জন্য বৈধ থাকে।
৩. সিঙ্গাপুর: সিঙ্গাপুরে ভারতীয় লাইসেন্স এক বছরের জন্য বৈধ। তবে, মাথায় রাখতে হবে যে সেটি যেন ইংরেজিতে অনুবাদ করা থাকে অথবা দূতাবাস বা অনলাইন অনুমোদিত কর্তৃপক্ষের কাছে সেটি অনুবাদ করতে হবে। পাশাপাশি, এক বছর পর সিঙ্গাপুরের লাইসেন্স নিতে হবে।
৪. দক্ষিণ আফ্রিকা: এই দেশের ক্ষেত্রেও ভারতীয় লাইসেন্স এক বছরের জন্য বৈধ থাকে।
৫. UK: ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ডে ভারতীয় ড্রাইভিং লাইসেন্স আপনার প্রবেশের সময়সীমা থেকে এক বছরের জন্য বৈধ থাকে। ওই লাইসেন্সটি ইংরেজিতে হলে আপনি সেটি দিয়ে ছোট যানবাহনগুলি চালাতে পারবেন।
আরও পড়ুন: আধার আপডেটে বেনিয়ম করলেই ৫০ হাজার টাকা ফাইন! নয়া নিয়ম জারি UIDAI-র
৬. সুইজারল্যান্ড: এই দেশের ক্ষেত্রেও ভারতীয় ড্রাইভিং লাইসেন্সের বৈধতা হল এক বছরের। ওই দেশে আপনাকে ট্রাফিক নিয়ম কঠোরভাবে অনুসরণ করতে হবে এবং রাস্তার ডান দিক দিয়ে চলাচল করতে হবে।
আরও পড়ুন: চিনের সবথেকে বড় ভুল হবে তাইওয়ানে হামলা করা! এভাবে ভারত মহাসাগরে ফাঁসতে চলেছে ড্রাগন
৭. ফ্রান্স: ফ্রান্সেও আপনি এক বছরের জন্য ভারতের লাইসেন্সকে কাজে লাগাতে পারবেন। কিন্তু সেটি ফ্রেঞ্চে অনুবাদ থাকতে হবে। পাশাপাশি মাথায় রাখবেন যে, গাড়িগুলিতে বাম দিকে স্টিয়ারিং থাকবে। যা ড্রাইভিংকে চ্যালেঞ্জিং করে তুলতে পারে।
৮. আমেরিকা: আমেরিকাতেও এক বছরের জন্য ভারতীয় ড্রাইভিং লাইসেন্স বৈধ থাকে। এটি অবশ্যই ইংরেজিতে অনুবাদ থাকতে হবে। পাশাপাশি “প্রুফ অফ এন্ট্রি” হিসেবে আপনার কাছে অবশ্যই অ্যাটেস্টেড করা I-94 ফর্ম থাকতে হবে।