বাংলা হান্ট ডেস্ক : কথাতেই আছে বিন্দু বিন্দু নিয়ে সিন্ধু। আর সেই মন্ত্রকে হাতিয়ার করেই এগিয়ে চলেছে আমাদের দেশ ভারত (India)। অর্থনীতিতে (Indian Economy) ভারত ছাড়িয়ে গেছে বিশ্বের বহু তাবড় তাবড় দেশকে, বেড়েছে জিডিপি (Gross domestic product)। আগে যেখানে ভারতীয়রা অর্থ উপার্জনের জন্য বিদেশে যেতেন সেখানে প্রথম বিশ্বের নামকরা সব সংস্থা ভারতে বিনিয়োগ করতে চাইছে। এই আবহে প্রবাসীরা ব্যবসায়ীরাও নিজেদের পাততাড়ি গুটিয়ে দেশে ফিরে আসছে।
সম্প্রতি শিল্প সংস্থা NASSCOM-এর প্রাক্তন চেয়ারম্যান সৌরভ শ্রীবাস্তব (Sourav Srivastav) জানিয়েছেন, এখানকার ক্রমবর্ধমান অর্থনীতির দিকে তাকিয়ে প্রচুর ভারতীয় উদ্যোক্তা (Indian Entrepreneur) ইউরোপ, আমেরিকা ছেড়ে দেশে ফিরতে চাইছেন। তার কথায়, ‘আজ, আরও বেশি সংখ্যক ভারতীয় উদ্যোক্তা ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফিরে আসছে এবং সাফল্য অর্জন করেছে’।
ভারতের ক্রমবর্ধমান অর্থনীতিই এর কারণ
উল্লেখ্য, সৌরভ শ্রীবাস্তব হলেন ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সফ্টওয়্যার অ্যান্ড সার্ভিসেস কোম্পানিজ (NASSCOM) এর সহ-প্রতিষ্ঠাতা। সম্প্রতি তিনি বলেছেন, ‘এর কারণ হল অর্থনীতি বাড়ছে এবং সুযোগগুলি বড় হচ্ছে, পাশাপাশি সরকার উদ্যোক্তাদের খুব যত্ন নিচ্ছে’। শ্রীবাস্তব বলেছিলেন যে তিনি ভারতীয় অর্থনীতিকে দুই অঙ্কে বাড়তে দেখতে চান। তবে তা স্থিতিশীল রয়েছে বর্তমান বৃদ্ধির ৭.৫ শতাংশে।’
আরও পড়ুন : Jio-Airtel এর মাথায় হাত! সস্তার প্ল্যান এনে বাজার কাঁপাচ্ছে BSNL, এক্ষুনি দেখে নিন
জানিয়ে দিই NASSCOM-র প্রাক্তন চেয়ারম্যান শ্রীবাস্তব প্রআয় ১৫০ টি স্টার্টআপকে আর্থিকভাবে সাহায্য করেছেন। তার অবদানের জন্য পদ্মশ্রী পুরস্কার তুলে দেওয়া হয়েছে তার হাতে। একদা এই মানুষটিই জানিয়েছিলেন, ভারতের বৃহৎ জনসংখ্যার জন্য কম করে হলেও ১ মিলিয়ন স্টার্টআপ থাকা উচিত।
আরও পড়ুন : পুড়ে খাক ৪০ ট নৌকা, চোখের সামনে ছাই ৩০ কোটি টাকার সম্পত্তি! ভয়াবহ অগ্নিকান্ড বিশাখাপত্তনমে
সৌরভ শ্রীবাস্তব জানান, ‘ভারতীয়রা বিশ্বের সবচেয়ে অনুপ্রেরণাদায়ক ব্যক্তিদের মধ্যে একজন এবং আমাদের দ্রুত গতিতে এগিয়ে যেতে কোনও অসুবিধা হওয়া উচিত নয়’। পাশাপাশি আহমেদাবাদের ‘গিফট’ সিটি করমুক্ত অঞ্চল তৈরির উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তিনি। তিনি বলেন, এটি উদ্যোক্তকাদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠবে।