আগামী মাস থেকেই বাতিল হতে পারে বহু রেশন কার্ড! নতুন নির্দেশিকা না জানলে পড়বেন বিপদে

বাংলাহান্ট ডেস্ক : রেশন কার্ডের (Ration Card) মাধ্যমে আমরা অত্যন্ত সস্তায় সরকারের থেকে খাদ্যদ্রব্য লাভ করে থাকি। আপনাদের কাছেও যদি রেশন কার্ড (Ration Card) থেকে থাকে তাহলে আজকের প্রতিবেদনটি মন দিয়ে পড়ুন। সরকারের পক্ষ থেকে রেশন কার্ড নিয়ে উঠে আসছে বড় আপডেট। আগামী মাস থেকেই হয়ত লক্ষ লক্ষ রেশন কার্ড বাতিল করতে পারে সরকার।

৬ মাস বা তার বেশি সময় ধরে যারা রেশনের (Rationing) মাধ্যমে খাদ্যশস্য সংগ্রহ করেননি তাদের কার্ড বাতিল করা হতে পারে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে খুব শীঘ্রই হয়ত এই সংক্রান্ত নির্দেশিকা জারি হতে পারে। এই নির্দেশিকা কার্যকর করার জন্য সরকারের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এছাড়াও চেষ্টা চালানো হচ্ছে যাতে যোগ্য ব্যক্তিরাই রেশনের সামগ্রী লাভ করেন।

আরোও পড়ুন : লোডশেডিং নিয়ে জেরবার উত্তর থেকে দক্ষিণ! এদিকে বিদ্যুৎ বিভ্রাট নিয়ে অদ্ভুত যুক্তি CESC’র

দেখা যাচ্ছে অনেক অযোগ্য ব্যক্তি রয়েছেন যারা রেশন থেকে সুবিধা নিচ্ছেন। এই ধরনের অযোগ্য রেশন কার্ডধারীদের শনাক্ত করার কাজ চালাচ্ছে সরকার। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় করোনার সময় থেকে গরিব মানুষদের রেশনের মাধ্যমে খাদ্য সামগ্রী বন্টন করা শুরু হয়।

আরোও পড়ুন : বিয়ের কয়েক মাসেই সুখবর! পরম-পিয়ার ঘরে এল নতুন সদস্য, সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন নিজেরাই

তবে দেখা যাচ্ছে আর্থিকভাবে সক্ষম এমন বহু মানুষ রয়েছেন যারা এই প্রকল্পের সুবিধা নিচ্ছেন। সরকার এই ধরনের অযোগ্য ব্যক্তিদের  তালিকা তৈরি করছে। সেই মতো খুব শীঘ্রই এই অযোগ্য ব্যক্তিদের প্রকল্প থেকে বাদ দিয়ে দেওয়া হতে পারে। তাই, আগেভাগেই সতর্কবাণী পাঠানো হয়েছে।

ration scam

এছাড়াও সরকারের কাছে অভিযোগ আসছে বিনামূল্যের গম, চাল-সহ অন্যান্য শস্য উপভোক্তাদের কম ওজনের দেওয়ার। এই পরিস্থিতি মোকাবিলা করার লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের খাদ্য ও উপভোক্তা বিষয়ক মন্ত্রক পাবলিক ডিস্ট্রিবিউশন সেন্টারগুলির জন্য আনতে চলেছে নতুন নীতি। এই ধরনের অভিযোগ এলেই এবার বাতিল হতে পারে ডিলারের লাইসেন্স।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর