৪১ বছরের খরা কাটিয়ে হকিতে সূর্যোদয়ের দেশে নতুন ভোরের স্বপ্ন বুনল ভারত, ব্রোঞ্জ জয় পুরুষ দলের

বাংলা হান্ট ডেস্কঃ ৪১ বছরের দীর্ঘ অপেক্ষার শেষ পর্যন্ত অবসান ঘটালো ভারতীয় পুরুষ হকি দল। টোকিওতে এবার সত্যি সত্যিই ‘চাক দে ইন্ডিয়া’। ১৯৮০ সালে শেষবার স্বর্নপদক জয়ের পর এবার অলিম্পিকের ব্রোঞ্জ পদক জিতে নিল ভারত। লড়াইয়ের ফলাফল ৫-৪। জার্মানির বিরুদ্ধে লড়াইটা শক্তি ছিল কঠিন। গত ম্যাচে বেলজিয়ামের কাছে সেরাটা দিয়েও জিততে পারেনি ভারতীয় দল। কিন্তু আজ আর ম্যাচে কোন ভুল করেননি রুপিন্দর পাল সিংহরা।

প্রথম কোয়ার্টারে যদিও ১-০ গোলে এগিয়ে গিয়েছিল জার্মানি, কিন্তু দ্বিতীয় কোয়ার্টারে সিমরনজিতের গোলে দুর্দান্তভাবে ম্যাচে ফিরে আসে মেন ইন ব্লু। কিন্তু ফের একবার উইলেন এবং ফার্কের গোলে ব্যবধান বাড়িয়ে নেয় জার্মানি। ফলে ভারত পিছিয়ে পরে ১-৩ ব্যবধানে। কিন্তু এরপর থেকেই কার্যত ম্যাচে ফেরার শুরু, জয়ের আশা যে কিছুতেই মরতে দেবেন না তারা, তা আজ বুঝিয়ে দেন মনপ্রীত সিংহরা। হারমানপ্রীতের ড্র‍্যাগফ্লিক আটকালেও হার্দিকের শর্ট আটকাতে পারেননি জার্মান গোলকিপার ফলতো দ্বিতীয় কোয়ার্টারেই ম্যাচে ব্যবধান কমায় ভারত। এরপর পেনাল্টি কর্নার থেকে গোল করে সমতা ফিরিয়ে খাতা খোলেন হারমানপ্রীতও। অর্থাৎ ফলাফল দাঁড়ায় ৩-৩।

খেলা তৃতীয় কোয়ার্টারে পৌঁছাতেই সৌভাগ্যবশত একটি পেনাল্টি পেয়ে যায় ভারতীয় দল। বল জালে জড়িয়ে দিতে কোনো ভুল করেনি অভিজ্ঞ রূপিন্দর পাল সিং। স্কোর শিটে নিজের নাম তুলে জার্মানির জন্য ব্রোঞ্জের লড়াইকে আরও কিছুটা কঠিন করে দেন গুরজন্ত। ম্যাচে ফেরার জন্য অবশ্য সমস্ত রকম মরিয়া প্রয়াস করেছিল জার্মানি। কিন্তু শেষ পর্যন্ত এক গোলের ব্যবধান কমলেও কাজের কাজ কিছুই হয়নি।

hockey india2 1628136258

প্রশংসা করতে হবে ভারতীয় রক্ষণ বিভাগ এবং গোলকিপার শ্রীজেশরও। চতুর্থ কোয়ার্টারে কার্যত সমস্ত রকম চেষ্টা করেছিল জার্মান বাহিনী, এমনকি গোলকিপারকে মাঠের বাইরে তাকিয়ে অতিরিক্ত খেলোয়াড় এনেও চেষ্টা করেছিল তারা। কিন্তু আজ ভারতের সামনে কার্যত বারবারই পর্যুদস্ত হতে হয় জার্মান বাহিনীকে। শেষ পর্যন্ত ৫-৪ ব্যবধানে ব্রোঞ্জ পদক নিশ্চিত করল ভারতীয় দল। ইতিমধ্যেই বইছে শুভেচ্ছার বন্যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক অবধি সকলেই শুভেচ্ছা জানাচ্ছেন ভারতীয় দলকে। ব্রোঞ্জ জয়ের পর মনপ্রীত বলেন, ‘আমাদের যাত্রা শেষ হয়নি। এটা সবে শুরু।’ সেইসঙ্গে তিনি আরও বলেন, ‘সকল প্রথমসারির করোনাভাইরাস যোদ্ধাকে এই পদক উৎসর্গ করছি।’

 

Abhirup Das

সম্পর্কিত খবর