বাংলা হান্ট ডেস্কঃ শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মার অধিনায়কত্বের প্রশংসিত হয়েছে ঠিকই, কিন্তু তার ব্যাট ভক্তদের অনেকটাই হতাশ করেছে। অন্যদিকে ভারত শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশ করলেও, এই সিরিজে রোহিত শর্মা তিনটি ইনিংসে ১৬.৬৭ গড় এবং ১১৬.২৮ স্ট্রাইক রেটে মাত্র ৫০ রান করেছিলেন।
পুরো সিরিজে রোহিতের ব্যাট থেকে আসে মাত্র তিনটি চার ও একটি ছক্কা। ধর্মশালায় খেলা সিরিজের শেষ ম্যাচে মাত্র পাঁচ রান করে আউট হন রোহিত শর্মা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ইনিংসে সবচেয়ে বেশি পাঁচ রান করার অনৈচ্ছিক রেকর্ডে আয়ারল্যান্ডের কেভিন ও’ব্রায়েনকে ছুঁয়েছেন রোহিত।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ইনিংসে সবচেয়ে বেশি পাঁচ রান করার বিশ্ব রেকর্ড রয়েছে ক্রিস গেইলের। গেইল ৯ ইনিংসে এটি করেছেন, আমরা যদি রোহিত এবং ও’ব্রায়েন সম্পর্কে কথা বলি, তবে উভয়ই আটবার করে একই কাজ করে দুই নম্বরে রয়েছেন। এর পরেই রয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগান, যিনি ছয় ইনিংসে পাঁচ রান করেছেন। আর বাংলাদেশের সৌম্য সরকারও ছয়বার টি-টোয়েন্টি আন্তর্জাতিকে পাঁচ রান করেছেন।
অন্যদিকে, আমরা যদি টি-টোয়েন্টি আন্তর্জাতিকে ব্যাটসম্যানদের সবচেয়ে বেশিবার সিঙ্গেল ডিজিটে আউট হওয়ার কথা বলি, তাহলে রোহিত এই ক্ষেত্রে সবার উপরে। রোহিত এখনও পর্যন্ত ৩৭ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ১০ রানের কমে আউট হয়েছেন। বাংলাদেশের মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিম ৩৩ ইনিংসে ১০ রানের কমে আউট হয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন।