প্রচুর শূন্যপদে নিয়োগ করতে চলেছে Indian Oil, আজই করুন আবেদন

বাংলা হান্ট ডেস্কঃ চাকরি প্রার্থীদের জন্য এই মুহূর্তে পরিস্থিতির সত্যিই খুব কঠিন। করোনার কারণে নিয়োগ বন্ধ বেশিরভাগ ক্ষেত্রেই। এই পরিস্থিতিতে এবার কিছুটা সুখবর নিয়ে এলো ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। সংস্থার তরফে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রায় ৪৮০টি শূন্যপদে টেকনিক্যাল ও নন-টেকনিক্যাল ট্রেডের অধীনে অ্যাপ্রেন্টিস নিয়োগ করতে চলেছে তারা।

শিক্ষাগত যোগ্যতাঃ

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, নন-টেকনিক্যাল অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে অবশ্যই মাধ্যমিক পাশ এবং আইটিআই ডিপ্লোমা থাকতে হবে। অন্যদিকে টেকনিক্যাল অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে ৫০ শতাংশের বেশি নম্বর দিয়ে বিটেক পাশ করা বাধ্যতামূলক। এছাড়াও বেশ কিছু শর্ত রয়েছে, বিস্তারিত জানতে অবশ্যই যোগাযোগ করুন iocl.com ওয়েবসাইটে।

পরীক্ষা পদ্ধতিঃ

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথম পর্বে চাকরিপ্রার্থীদের এমসিকিউ ভিত্তিক লিখিত পরীক্ষা দিতে হবে। পরীক্ষায় পাশ করলে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। পরবর্তী ক্ষেত্রে দুটি পরীক্ষার ভিত্তিতে নিয়োগ করা হবে চাকরিপ্রার্থীদের।

job bengal

আবেদনের তারিখঃ

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে প্রার্থীদের জন্য আবেদনের শেষ তারিখ ২৮ অগাস্ট, ২০২১। প্রার্থী বাছাইয়ের জন্য লিখিত পরীক্ষা নেওয়া হবে ১৯ সেপ্টেম্বর, ২০২১ তারিখে। লিখিত পরীক্ষায় পাশ করলে ২৭ সেপ্টেম্বর ২০২১ প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। নিবার্চিত প্রার্থীদের তামিলনাড়ু, পুদুচেরি, কর্নাটক, কেরল, অন্ধ্রপ্রদেশ এবং তেলঙ্গানায় নিয়োগ করবে সংস্থা।

 

Abhirup Das

সম্পর্কিত খবর