বাংলা হান্ট ডেস্ক : লোকসভা নির্বাচনের (Lok Sabha Election) সময় যত এগিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে জাতীয় রাজনীতি। শাসক শিবির থেকে শুরু করে বিরোধী সকলেই নিজ নিজ ঘুঁটি সাজাতে ব্যস্ত। যত দিন যাচ্ছে ততই বাড়ছে উত্তেজনা। আর এবার রাজনীতির আঙিনার বাইরে গিয়ে সেই আঁচ পড়ছে ক্রীড়া এবং বিনোদন জগতেও।
ইতিমধ্যেই টলিউড কুইন রচনা ব্যানার্জি (Rachana Banerjee) থেকে প্রিন্স অফ ক্যালকাটা সৌরভ গাঙ্গুলির (Sourav Ganguly) নাম জড়িয়েছে তৃণমূলের (Trinamool) সাথে। আর এবার খবর, আসন্ন নির্বাচনে লড়তে পারেন ঝুলন গোস্বামী (Jhulan Goswami)। রাজনৈতিক মহলের জল্পনা, আসন্ন নির্বাচনে বিজেপির টিকিটে লড়তে পারেন ঝুলন। এখন প্রশ্ন হল জল্পনা সত্যি হলে কোন কেন্দ্র থেকে লড়বেন তিনি?
প্রসঙ্গত উল্লেখ্য, ‘চাকদহ এক্সপ্রেস’ খ্যাত ঝুলন গোস্বামীর বাড়ি নদিয়ায়। সেক্ষেত্রে নদিয়ায় তার জনপ্রিয়তাও দেখার মত। এমতাবস্থায় স্বাভাবিকভাবেই ঝুলনের এই জনপ্রিয়তাকে কাজে লাগাতে চাইবে বিজেপি। প্রাথমিকভাবে শোনা গেছিল নদিয়ার রানাঘাট লোকসভা কেন্দ্র থেকে লড়বেন তিনি। তবে বিজেপির প্রথম প্রার্থী তালিকায় দেখা যাচ্ছে, রানাঘাট থেকে প্রার্থী নির্বাচিত হয়েছেন বিদায়ী সাংসদ জগন্নাথ সরকার।
আরও পড়ুন : একযোগে বন্ধ হবে ১৩ হাজার মাদ্রাসা! ভোটের মুখে বিরাট সিদ্ধান্ত যোগী সরকারের
সেক্ষেত্রে ঝুলন গোস্বামী কৃষ্ণনগর থেকে লড়তে পারেন বলে জল্পনা ছিল রাজনৈতিক মহলে। যদিও এবার সেই গুঞ্জনকে সপাটে খারিজ করে দিলেন ঝুলন গোস্বামী। এইদিন ‘চাকদহ এক্সপ্রেস’ জানিয়ে দিলেন, তিনি আপাতত ওমেন্স প্রিমিয়ার লিগ নিয়েই ব্যস্ত। নির্বাচন নিয়ে ভাবার মত সময় তার কাছে নেই। ঝুলনের কথায়, ‘আমি WPL নিয়ে ব্যস্ত! কোনওমতেই ভোটে দাঁড়াচ্ছি না।’
আরও পড়ুন : এবার NDA-তে নবীন পট্টনায়েক! ১৫ বছর পর একসঙ্গে BJP-BJD? মহা চাপে ‘ইন্ডিয়া’ জোট
এখানে বলে রাখা ভালো, তৃণমূল ইতিমধ্যেই কৃষ্ণনগরের প্রার্থী ঘোষণা করে দিয়েছে। সূত্রের খবর, কৃষ্ণনগর থেকে বহিষ্কৃত সাংসদের উপরেই আস্থা রাখছেন তারা। এমন পরিস্থিতিতে মহুয়াকে টক্কর দিতে পারে এমন প্রার্থী খুঁজছে বিজেপি। এখন ঝুলন না হলে কে হবেন তিনি? সেই উত্তর বোধহয় মিলবে বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকায়।