দুর্নীতির সাথে আপোষ নয়! ছেড়েছিলেন WBCS চাকরি, অবাক করবে অভিজিৎ গাঙ্গুলীর উত্থান

বাংলাহান্ট ডেস্ক : বর্তমানে বঙ্গ রাজনীতিতে একটি পরিচিত নাম হয়ে উঠেছেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। সদ্য অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইস্তফা দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতির পদ থেকে। আজ অভিজিৎ গঙ্গোপাধ্যায় যোগদান করেছেন বিজেপিতে।

কলকাতা হাইকোর্টের বিচারপতির বেঞ্চ থেকে এবার তিনি যেতে চলেছেন জনতার আদালতে। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একের পর এক যুগান্তকারী রায় দিয়ে অনেকের কাছে হয়ে উঠেছেন ‘ভগবান।’ অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পর্কে অনেকেই তাই জানতে ইচ্ছুক। কলকাতার ‘মিত্র ইনস্টিটিউশন’ (মেইন) থেকে পড়াশোনা করেছেন তিনি।

আরোও পড়ুন : HDFC, Axis, ICICI এর ক্রেডিট কার্ড আছে? নয়া নিয়ম আনল ব্যাঙ্ক, না জানলেই বিপদ

কলকাতা বিশ্ববিদ্যালয়ের হাজরা আইন কলেজে আইন নিয়ে পড়াশোনা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। পড়াশোনার পাশাপাশি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যুক্ত ছিলেন থিয়েটারের সাথেও। ‘অমিত্রা চন্দ্র’ বাংলা থিয়েটারের সাথে তিনি বেশ কিছু সময় ছিলেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় আইনজীবী হিসেবে প্র্যাকটিস করতেন আদালতে।

আরোও পড়ুন: প্রেস, ড্রাইভার, সিকিউরিটির প্রবেশ নিষেধ! কাঞ্চনের বিয়েতে জারি ছিল ফতোয়া! ধুয়ে দিলেন শ্রীলেখা, জিতুরা

এসএসসি মামলার আইনজীবী ছিলেন তিনি। এছাড়াও অভিজিৎ গঙ্গোপাধ্যায় আইনজীবী হিসেবে ন্যাশনাল ইনসিওরেন্সের মামলাও লড়েছেন। কলকাতা হাইকোর্টে অতিরিক্ত বিচারপতি হিসেবে ২০১৮ সালে নিযুক্ত করা হয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। এরপর ২০২০ সালের ২০ জুলাই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কলকাতা হাইকোর্টের স্থায়ী বিচারপতির পদ দেওয়া হয়।

তবে অনেকেই হয়ত জানেন না প্রথম জীবনে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ডব্লিউবিসিএস হিসাবে যোগদান করেছিলেন উত্তর দিনাজপুরে। তবে সেখানে তাঁকে বিভিন্ন ধরনের প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। দুর্নীতির সাথে আপোষ করবেন না বলে মোটা বেতনের চাকরি ছেড়ে দেন তিনি। তারপর আইনজীবী হিসেবে প্র্যাকটিস শুরু করেন।

large image abhijit ganguly 1

উত্তর দিনাজপুর জেলার পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিসে ‘এ’ গ্রেড অফিসার হিসাবে নিজের কর্মজীবন শুরু করেছিলেন অভিজিত গঙ্গোপাধ্যায়। আজ যে দুর্নীতির বিরুদ্ধে তিনি লড়াই করে চলেছেন, সেই দুর্নীতির কারণে একদিন তাঁকে পদত্যাগ করতে হয়েছিল। ২০২৪ সালের আগস্ট মাসে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিচারপতির পদ থেকে অবসর নেওয়ার কথা ছিল। তবে সবাইকে চমকে দিয়ে তিনি আগেই নিজে থেকে অবসর নিয়ে নিলেন।


Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর