HDFC, Axis, ICICI এর ক্রেডিট কার্ড আছে? নয়া নিয়ম আনল ব্যাঙ্ক, না জানলেই বিপদ

বাংলাহান্ট ডেস্ক : গত কয়েক বছরে ভারতে ক্রেডিট কার্ড ব্যবহারকারীর সংখ্যা ভালো মাত্রায় বৃদ্ধি পেয়েছে। এবার দেশের বেশ কিছু সরকারি ও বেসরকারি ব্যাংক ক্রেডিট কার্ডের নিয়মে বদল আনছে। আপনিও যদি ক্রেডিট কার্ড ব্যবহার করে থাকেন তাহলে এই নিয়মগুলো সম্পর্কে অবগত থাকা জরুরী। HDFC, আইসিআইসিআই ব্যাঙ্ক এবং অ্যাক্সিস ব্যাঙ্কের মত দেশের শীর্ষস্থানীয় ক্রেডিট কার্ড কোম্পানিগুলি কিছু নিয়মে পরিবর্তন এনেছে।

অ্যাক্সিস ব্যাঙ্ক: যদি অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে গ্রাহক ভাড়া পরিশোধ অথবা রেন্ট পেমেন্ট করেন তাহলে অতিরিক্ত চার্জ গুনতে হতে পারে। এই ব্যাংকের নিয়ম অনুযায়ী, ভাড়া পরিশোধের ক্ষেত্রে গ্রাহককে ১% অতিরিক্ত চার্জ বহন করতে হবে। এই চার্জ সর্বোচ্চ ১৫০০ টাকা পর্যন্ত হবে। পাশাপাশি বিদেশে ভারতীয় মুদ্রা ব্যবহার করে লেনদেন করলে গ্রাহককে এক শতাংশ অতিরিক্ত চার্জ বহন করতে হবে। নতুন এই নিয়ম প্রযোজ্য হয়েছে ৫ই মার্চ ২০২৪ থেকে।

আরোও পড়ুন : প্রেস, ড্রাইভার, সিকিউরিটির প্রবেশ নিষেধ! কাঞ্চনের বিয়েতে জারি ছিল ফতোয়া! ধুয়ে দিলেন শ্রীলেখা, জিতুরা

আইসিআইসিআই কার্ড: বিমানবন্দরের লাউঞ্জে বিনামূল্যে প্রবেশের নিয়ম পরিবর্তন করেছে আইসিআইসিআই ক্রেডিট কার্ড। নতুন এই নিয়মে জানানো হয়েছে, গত ত্রৈমাসিকে (অর্থাৎ জানুয়ারি-ফেব্রুয়ারি-মার্চ ২০২৪) ৩৫০০০ টাকা খরচ করলে গ্রাহক পরবর্তী ত্রৈমাসিকে অর্থাৎ (এপ্রিল-মে-জুন ২০২৪) বিনামূল্যে একবার লাউঞ্জ ব্যবহারের সুযোগ পাবেন। এই নিয়ম প্রযোজ্য হবে প্রতিটি ত্রৈমাসিকে।

best credit cards india 2021

এইচডিএফসি ক্রেডিট কার্ড: বড় ধরনের পরিবর্তন এসেছে HDFC ব্যাঙ্ক রেগালিয়া এবং মিলেনিয়া ক্রেডিট কার্ডে। রেগালিয়া ক্রেডিট কার্ড ব্যবহারকারী একটি ক্যালেন্ডার কোয়ার্টারে ১ লাখ টাকার বেশি খরচ করলে পেয়ে যাবেন দুটি লাউঞ্জ অ্যাক্সেস ভাউচার। অন্যদিকে, প্রতি ত্রৈমাসিকে ১ লাখ টাকা খরচ করলে একটি লাউঞ্জ এক্সেস পাবেন HDFC মিলেনিয়া কার্ডের ব্যবহারকারীরা।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর