বাংলা হান্ট ডেস্ক: আগামী বছরের IPL (Indian Premier League)-এ একাধিক বড় পরিবর্তন হতে চলেছে। যার আঁচ এখন থেকেই সামনে আসছে। জানা গিয়েছে যে, শীঘ্রই BCCI (Board of Control for Cricket in India) এবং ফ্র্যাঞ্চাইজি মালিকদের মধ্যে একটি বৈঠক হতে চলেছে। এর পাশাপাশি, নিলামের আগে খেলোয়াড়দের ধরে রাখার প্রক্রিয়াও শুরু হবে।
IPL (Indian Premier League)- এ হতে চলেছে বড় পরিবর্তন:
এদিকে, ২০২৫-এর IPL (Indian Premier League)-এর প্রসঙ্গে ইতিমধ্যেই এমন কিছু আপডেট প্রকাশ্যে এসেছে যেগুলির পরিপ্রেক্ষিতে শুরু হয়েছে তুমুল জল্পনা। শুধু তাই নয়, ক্রিকেট প্রেমীদের কাছেও ওই বিষয়গুলি উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এমতাবস্থায়, জানা গিয়েছে যে পরের মরশুমে লখনউ সুপার জায়ান্ট ছেড়ে দিতে পারেন কেএল রাহুল।
দৈনিক জাগরণের একটি রিপোর্ট অনুসারে, কেএল রাহুল এবং লখনউ ফ্র্যাঞ্চাইজির মধ্যে বিষয়গুলি খুব একটা ঠিক নেই। কয়েক মাস আগেই IPL (Indian Premier League) চলাকালীন একটি ম্যাচ শেষ হওয়ার পরে ওই ফ্র্যাঞ্চাইজির মালিক সঞ্জীব গোয়েঙ্কা এবং কেএল রাহুলের মধ্যে একটি উত্তপ্ত তর্ক হয়। যেটির পরিপ্রেক্ষিতে তুমুল সমালোচনার সম্মুখীন হতে হয় সঞ্জীব গোয়েঙ্কাকে। পাশাপাশি, এই সংক্রান্ত একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। যদিও, এই ঘটনার কয়েকদিন পর কেএল রাহুলকে ডিনারে ডেকেছিলেন গোয়েঙ্কা। সেই সময়ে তাঁরা দু’জনে কোলাকুলিও করেন। যদিও, এবার রাহুলের দলবদলের প্রসঙ্গে শুরু হয়েছে তুমুল আলোচনা।
আরও পড়ুন: ভারতের ৯ জন ধনী আধ্যাত্মিক গুরুর মোট সম্পদ জানলে উড়বে হুঁশ, তালিকায় রয়েছে বড় চমক
প্রসঙ্গত উল্লেখ্য যে, কেএল রাহুল ২০২২ সালে লখনউ দলে যোগ দিয়েছিলেন। কিন্তু, তিনি ওই দলকে কাঙ্ক্ষিত সাফল্য এনে দিতে পারেননি। গত মরশুমে (Indian Premier League) এই দলটি পয়েন্ট টেবিলে সপ্তম স্থানে ছিল। এমতাবস্থায়, রিপোর্ট অনুযায়ী KL রাহুল আবার যোগ দিতে পারেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে। ওই ফ্র্যাঞ্চাইজি এমন একজন ভারতীয় খেলোয়াড় খুঁজছে যিনি অধিনায়কত্ব করতে পারেন।
আরও পড়ুন: পরীক্ষা ছাড়াই SBI-তে চাকরির সুযোগ, বিপুল শূন্যপদে নিয়োগের জন্য জারি বিজ্ঞপ্তি, এভাবে করুন আবেদন
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ২০২২ সালে বিরাট কোহলি RCB-র অধিনায়কত্ব ছেড়ে দেন এবং ফাফ ডু প্লেসিস দলের নতুন অধিনায়ক হন। কিন্তু এখন ৪০ বছর বয়সী ফাফ ডু প্লেসিস বেশিদিন ফ্র্যাঞ্চাইজিটির সাথে থাকতে পারবেন না। উল্লেখ্য যে, রাহুল ২০১৩ সালে RCB-র সাথে তাঁর IPLকেরিয়ার শুরু করেন এবং তারপরে তিনি হায়দ্রাবাদের সাথে যুক্ত হন। তারপরে তিনি ফের RCB-তে ফিরে আসেন। শুধু তাই নয়, ২০১৬ সালে RCB IPL (Indian Premier League)-এর
ফাইনালে পৌঁছেছিল। সেই দলেরও গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন কেএল রাহুল।