বাংলা হান্ট ডেস্ক: রেল যাত্রীদের (Indian Railway) জন্য রয়েছে সুখবর। কারণ ভারতের দীর্ঘ যাত্রার ক্লান্তি এবার অতীত হতে চলেছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন রেললাইনে ছুটতে শুরু করবে। এই ট্রেনের গতি, রাজধানীর আরাম ও বন্দে ভারতের আধুনিক প্রযুক্তির নিখুঁত সংমিশ্রণ হবে বলে জানা যাচ্ছে। পাশাপাশি এই ট্রেনে যাত্রীদের যাত্রাপথ আরও আরামদায়ক হবে বলে মনে করা হচ্ছে।
বন্দে ভারত এবার রাতের যাত্রায়! ডিসেম্বরেই স্লিপার শুরু হচ্ছে এই রুটে (Indian Railway)
ইতিমধ্যে ভারতীয় (Indian Railway) রেল জোড় কদমে এর ট্রায়াল রানের প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে। পাশাপাশি যাত্রীরাও এই সুবিধা নেওয়ার জন্য অধীর আগ্ৰহে রয়েছে। তবে রেলের সূত্র অনুযায়ী, বেঙ্গালুরুতে ভারত আর্থ মুভার্স লিমিটেড কারখানায় এই দুটি র্যাক তৈরি করা হচ্ছে। যার মধ্যে একটি র্যাকের ফিনিশিং এর কাজ ইতিমধ্যে শেষ হয়ে গেছে। আর এই প্রথম র্যাকটি নামানো হবে আগামী ১২ ডিসেম্বর।

আরও পড়ুন: অজান্তেই নরম ভাত হয়ে গেছে? তিনটে ঘরোয়া ট্রিকেই পেয়ে যান ঠিকঠাক টেক্সচার
রেলওয় সূত্র আরও জানিয়েছে যে বন্দে ভারত স্লিপার ট্রেনের ট্রায়াল রান শীঘ্রই পাটনা-দিল্লি রুটে শুরু হবে। এই বিষয়ে রেলের আধিকারিকরা জানাচ্ছেন, নির্ধারিত সময়ে পরীক্ষার রিপোর্ট অনুমোদিত হলেই এই পরিষেবা চালু করা হবে। তবে এই বিষয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন এই ট্রেন দীর্ঘ দূরত্বের যাত্রীদের জন্য গেম চেঞ্জার। কারণ খুব কম সময়ের মধ্যে অধিক রাস্তা পেরোতে পারে বন্দে ভারত।
জানা যায় এই ট্রেনে মোট ১৬ টি কোচ থাকবে। আর তাতে ৮২৭ টি বার্থ থাকবে। পাশাপাশি, ফার্স্ট এসিতে থাকবে ১ টি কোচ অর্থাৎ ২৪ টি বার্থ। সেকেন্ড এসিতে থাকবে ৪ টি কোচ অর্থাৎ ১৮৮ টি বার্থ। থার্ড এসিতে থাকবে ১১ টি কোচ অর্থাৎ ৬১১ টি বার্থ। এছাড়াও যদি প্রয়োজন পড়ে তাহলে কোচের সংখ্যা ২৪ টিতে করা হতে পারে।
এই ট্রেনটি এমন ভাবে ডিজাইন করা হচ্ছে, যাতা যাত্রীদের রাতের ঘুম আরামদায়ক হতে পারে। পাশাপাশি থার্ড এসির আনুমানিক ভাড়া ২ হাজার টাকা হবে বলে মনে করা হচ্ছে। যা রাজধানীর ভাড়ার মতনই হবে তবে, পরিষেবা পাওয়া যাবে উন্নতমানের। এর পাশাপাশি, বন্দে ভারত স্লিপার ট্রেনে থাকবে স্বয়ংক্রিয় দরজা, সিসিটিভি ক্যামেরা ও প্রতিটি বার্থে ব্যক্তিগত রিডিং লাইট ও একটি প্রিমিয়াম ইন্টেরিয়র। এছাড়াও নিরাপত্তার জন্য থাকছে একটি করে আর্মার অ্যান্টি-কলিশন সিস্টেম ও ক্র্যাশ প্রুফ বডি ডিজাইন। তাছাড়াও জানা যাচ্ছে ১৬০ থেকে ১৮০ কিলোমিটার গতিতে দৌড়াবে এই ট্রেন। যা দিল্লি থেকে পার্টনার যাত্রা পথের সময় লাগবে ১১-১১.৫ ঘন্টা। এছাড়াও এই ট্রেনটি প্রয়াগরাজ হয়ে যাবে, অর্থাৎ রাত্রিকালীন যাত্রা যাত্রীদের জন্য আরও সুবিধা জনক হবে বলে মনে করা হচ্ছে। এছাড়াও এই বিষয়ে রেল মন্ত্রক জানিয়েছে স্লিপার বন্দে ভারত (Vande Bharat) এক্সপ্রেস কে রাজধানী এক্সপ্রেস এর বিকল্প হিসেবে ডিজাইন করা হচ্ছে। ডিসেম্বর থেকে গোরক্ষপুর-দিল্লি এক্সপ্রেসের মতো এই ট্রেন চালু করার পরিকল্পনা রয়েছে। এই ট্রেন শুরু হলে ভ্রমণের সময় শুধু কমবে না, পাশাপাশি পর্যটন ও বাণিজ্যেও উৎসাহিত হবে বলে মনে করা হচ্ছে (Indian Railway) ।












