আবারও দেশবাসীর পাশে ভারতীয় রেল: ১৫ টাকায় পেটভরে খাওয়ানোর কথা জানাল কেন্দ্র

বাংলাহান্ট ডেস্কঃ করোনা ভাইরাস মোকাবিলায় লড়ছে ভারতীয় রেল। সরকারকে সহায়তা করতে অনেকগুলো নতুন ব্যবস্থা নিয়েছে তারা। সম্প্রতি ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন যে মাত্র ১৫ টাকায় ভরপেট খাবার দেওয়া হবে দেশের মানুষকে।

Indian Railways 650

রেল সূত্রে খবর, তাদের কাছে যে পরিকাঠামো আছে তাতে দিনে ২.৬ লক্ষ মানুষের খাবার তৈরি করা সম্ভব। এই খাবার সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চায় রেল। ইতিমধ্যেই রাজ্যসরকার গুলির কাছে সাহায্যের আবেদন করা হয়েছে রেলের তরফ থেকে।প্রসঙ্গত, গত ২৮ মার্চ থেকে প্রতিদিন দেশের দুঃস্থ মানুষদের মুখে খাবার তুলে দিচ্ছে রেল। এখনো পর্যন্ত ২০ লক্ষের বেশি খাবারের প্যাকেট সরবরাহ করেছে তারা।

এর আগে রেলের কোচগুলিকে আইসোলেশন ওয়ার্ড ও কোয়ারেন্টাইনে পরিনত করবার কথা জানিয়েছিল রেল। তাছাড়া গুজরাটের বদলায় অবস্থিত মুম্বাই আমেদাবাদ হাই স্পিড রেলের প্রশিক্ষণ কেন্দ্রটির যে নতুন হোস্টেল তৈরি হয়েছে তা কোয়ারেন্টাইন কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে।পিটিআইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, গুজরাট রাজ্য জুড়ে ,,7০০ বিছানা সহ ১৩৪ টি কোয়ারেন্টাইন সুবিধা রয়েছে। রাজ্য স্বাস্থ্য বিভাগের রেকর্ড অনুসারে, মোট ১১,১০৮ জন লোক পৃথকীকরণের অধীনে রয়েছেন এবং ২০০০০-এরও বেশি লোক সরকার সরবরাহ করা কোয়ারানটিন সুবিধায় রয়েছেন এবং ১০,৫০০ জনেরও বেশি লোক গৃহ-ব্যবস্থাপনার আওতায় রয়েছেন।

করোনা লকডাউন প্রথম পর্ব চলাকালীন ১৪ এপ্রিল পর্যন্ত ভারতীয় রেল (indian railway) তার সমস্ত পরিষেবা বন্ধ রেখেছিল। দ্বিতীয় দফার লকডাউনেও বন্ধ পরিষেবা৷ রেলের তরফে আজ স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে ৩ মে এর পর আদেও রেল পরিষেবা চালু হবে কিনা তা এখনই বলা যাচ্ছে না। বিমানমন্ত্রী হরদীপ সিংহ পুরী টুইট করে এমন কথা জানিয়েছেন। ইতিমধ্যেই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও ট্রেন ও বিমান পরিষেবা নিয়ে সংশয় প্রকাশ করেছেন

https://www.instagram.com/p/B-9SNd5jBCg/?igshid=fqe14101ejap

 

সম্পর্কিত খবর