বাংলা হান্ট ডেস্ক: যতদিন এগোচ্ছে ততই বিভিন্ন ডিভিশনে রেল যাত্রী সংখ্যা বেড়েই চলেছে (Indian Railways)। তাই এবার এই যাত্রী সংখ্যার সামাল দিতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করল পূর্ব এবং দক্ষিণ পূর্ব রেল ডিভিশন। একদিকে যখন যাত্রী চাপ সামাল দিতে নিত্যনতুন প্ল্যান আনা হচ্ছে, তখন সেই ট্রেনগুলিকে গ্যারেজ করার জায়গার অভাব ও দেখা যাচ্ছে।
সাঁকরাইলে নয়া কোচ ডিপো গড়ার সিদ্ধান্ত, দক্ষিণ-পূর্ব রেলের বড় উদ্যোগ (Indian Railways)
যার ফলে এবার বিশেষ সিদ্ধান্ত নিল দক্ষিণ-পূর্ব রেল। সূত্রের খবর আগামী দিনে যাতে যাত্রীদের চাহিদা মেটানো যায় পাশাপাশি ট্রেনের ধারণক্ষমতা করার মতন জায়গার অভাব যেতে না হয়। তার জন্য বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে (Indian Railways) ।

আরও পড়ুন: রেলের ঘোষণা, নতুন বছরে একাধিক লোকাল ট্রেনের সময়সূচি ও রুটে বড় পরিবর্তন
দক্ষিণ-পূর্ব রেলের যাত্রীদের চাপ ক্রমাগত বেড়েই চলেছে। এবার সেই চাপ সামলাতে নতুন নতুন ট্রেন চালু করেছে রেল (Indian Railways)। নতুন ট্রেন চালু করার ফলে একদিকে যেমন যাত্রীদের যাত্রাপথ স্বাচ্ছন্দের হয়েছে। কিন্তু হাওড়া-শালিমার বা সাঁতরাগাছিতে বাড়তি ট্রেন রাখার ক্ষমতা প্রায় নেই। যার কারণবশত বিকল্প হিসেবে সাঁকরাইলে নতুন টার্মিনাল তথা কোচ ডিপো তৈরির পরিকল্পনা করছে দক্ষিণ-পূর্ব রেল।
সূত্রের খবর, হাওড়া থেকে ১৫ কিলোমিটার ও সাঁতরাগাছি থেকে ৭ কিলোমিটার দূরে তৈরি হবে এই নতুন কোচ ডেপোটি। ১৬ নম্বর জাতীয় সড়ক ছুঁতে অতিক্রম করতে হবে মাত্র আড়াই কিলোমিটার পথ। নতুন এই ডিপুটি হওয়ায় হাওড়া-খড়গপুর সেকশনে রেল যাত্রীদের জন্য বিশেষ সহায়ক হবে বলে আশাবাদী রেল কর্তৃপক্ষ।
এছাড়া এই নতুন রেলের অত্যাধুনিক টার্মিনাল বিশেষায়ক পূর্ণ হবে যাত্রীদের জন্য। পাশাপাশি দক্ষিণ-পূর্ব ডিভিশনে কিছুটা হলেও ভিড় নিয়ন্ত্রণে করা যাবে বলে, মনে করছে রেল কর্তৃপক্ষ (Indian Railways)।












