ভারতীয় রেলের মুকুটে নতুন পালক! বাংলা-সিকিম রেল প্রকল্পে এল বড় আপডেট

বাংলা হান্ট ডেস্ক : একবার ভাবুন তো কলকাতা থেকে সিকিম যাবেন অথচ কোন ট্রেন পাল্টানোরই দরকার পড়বে না। এক ট্রেনেই কলকাতা থেকে সোজা যদি গ্যাংটক পৌঁছে যাওয়া যায়? তাহলে ব্যাপারটা নিশ্চয়ই মন্দ হবে না! এমনটা হলে পাহাড় প্রেমীরা ব্রেক জার্নির হাত থেকে নিস্তার পাবেন পুরোপুরি। তবে চিন্তা করবেন না, সেই দিন আর বেশি দূরে নেই।

বাংলা-সিকিম রেল প্রকল্পে বড় সাফল্য ভারতীয় রেলের (Indian Railways)

খুব তাড়াতাড়ি কলকাতা থেকেই পৌঁছে যাওয়া যাবে সিকিম। আর সেই অসম্ভবকে সম্ভব করছে ভারতীয় রেল (Indian Railways)। সেই উদ্দেশ্যেই দ্রুত গতিতে এগোচ্ছে বাংলা থেকে সিকিম পর্যন্ত রেলপথ নির্মাণের কাজ। হাজার হাজার ভ্রমণ পিপাসু পর্যটকদের স্বপ্ন সত্যি করে তুলতেই দিনরাত অক্লান্ত পরিশ্রম করে চলেছেন ভারতীয় রেলের (Indian Railways) ইঞ্জিনিয়ার থেকে শুরু করে শ্রমিকরা।

   

সামনেই আসছে দুর্গাপুজো (Durga Pujo)। আর পুজোর আগে এই মুহূর্তে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে বাংলার সেবক থেকে সিকিমের রংপো  পর্যন্ত রেলপথ নির্মাণের কাজ। আর এবার বাংলা থেকে সিকিম পর্যন্ত রেলপথ নির্মাণ প্রকল্পে এলো বড়সড় আপডেট। আগেই জানা গিয়েছে মোট ৪৪.৯৪ কিলোমিটার দৈর্ঘ্য জুড়ে এই রেলপথ তৈরি করা হচ্ছে।

আরও পড়ুন : ‘পাপের ঘড়া পূর্ণ!’ পুজোর অনুদান নয়, মেয়ের বিচার চাই, ৮৫ হাজার ফেরাল আরও ক্লাব

যার মধ্যে ২৩. ৯৫ কিমি পাইলিংয়ের  কাজ ইতিমধ্যেই সফলভাবে সম্পন্ন হয়েছে। তবে এখনও পর্যন্ত বাকি রয়েছে টানেল খননের কাজ। জানা যাচ্ছে এখনও  পর্যন্ত ৩৬ কিমি পর্যন্ত টানেলের খনন কার্য  সফল হয়েছে।  তবে এখনো পর্যন্ত বেশ খানিকটা কাজ বাকি রয়েছে।

Indian Railways

সূত্রের খবর এখনও পর্যন্ত টানেল লাইনিং-এর কাজ ১৬ কিলোমিটার পর্যন্ত সম্পন্ন হয়েছে। পাশাপাশি জোর কদমে চলছে রেল ট্রাক গুলির পিয়ার নির্মাণের কাজ। যা ইতিমধ্যেই ৮২৮ মিটার পর্যন্ত সম্পন্ন হয়েছে।  জানা আছে বাংলা থেকে সিকিমের সংযোগকারী এই রেলপথটিতে মোট ৫ টি স্টেশন থাকবে। যা ১৪ টি টানেল, ১৩ টি বড় সেতু, ৯ টি ছোট সেতু দিয়ে সংযুক্ত থাকবে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর