কনফার্ম! আর কাটতে পারবেন না Platform Ticket! বড়সড় সিদ্ধান্ত রেলের, কপাল চাপড়াচ্ছেন যাত্রীরা

বাংলাহান্ট ডেস্ক : রেলের পক্ষ থেকে সাময়িক ভাবে প্ল্যাটফর্ম টিকিট (Platform Ticket) দেওয়া বন্ধ রাখা হল। দীপাবলি ও ধনতেরাস উপলক্ষ্যে অনেকেই বাড়ি ফিরছেন। তাই স্বাভাবিকভাবেই দূরপাল্লার ট্রেনগুলিতে উপচে পড়ছে ভিড়। এই অবস্থায় যাত্রীদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে রেল (Indian Railways) এমন সিদ্ধান্ত নিয়েছে।

প্ল্যাটফর্ম টিকিট (Platform Ticket) নিয়ে বড় সিদ্ধান্ত রেলের

প্রসঙ্গত, গত রবিবার মুম্বাইয়ের বান্দ্রা স্টেশনে অতিরিক্ত ভিড়ের কারণে ৯ যাত্রীর পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটেছে। এই অবস্থায় রেল সিদ্ধান্ত নিয়েছে, আপাতত প্ল্যাটফর্ম টিকিট দেওয়া হবে না বেশকিছু স্টেশনে। নর্থান রেল জানিয়েছে, সাময়িকভাবে আগামী ৬ নভেম্বর পর্যন্ত প্ল্যাটফর্ম টিকিট জারি করা হবে না।

Platform Ticket

নয়া দিল্লি, পুরনো দিল্লি, হজরত নিজামুদ্দিন, আনন্দ বিহার ও দিল্লি সরাই রোহিল্লা রেলওয়ে স্টেশনের পাশাপাশি গাজিয়াবাদে প্ল্যাটফর্ম টিকিট বিক্রি বন্ধ রয়েছে। আগামী ৬ নভেম্বর পর্যন্ত যাত্রী ভিড় মোকাবিলা করতেই এমন সিদ্ধান্ত নিয়েছে রেল। উৎসবের মরশুমে বিপুল সংখ্যক পরিযায়ী শ্রমিক বাড়ি ফেরেন।

আরোও পড়ুন : পুলিশদের জন্য বড় খবর! পশ্চিমবঙ্গ সরকার যা সিদ্ধান্ত নিল … ধন্য ধন্য করছে সকলে

তাই প্রত্যেকটি দূরপাল্লার ট্রেন (Train) ও স্টেশনে (Railway Station) ব্যাপক ভিড় দেখা যাচ্ছে। যার ফলে সৃষ্টি হচ্ছে বিশৃঙ্খলা। এই অবস্থায় রেলওয়ে বেশ কিছু স্টেশনে প্ল্যাটফর্ম টিকিট (Platform Ticket) বন্ধ রেখে ভিড় মোকাবিলা করার চেষ্টা চালাচ্ছে। তবে এই নিয়ম বলবৎ হবেনা প্রতিবন্ধী, প্রবীণ নাগরিক ও মহিলা যাত্রীদের জন্য।

After buying the ticket, you have to catch the train during this time

দূরপাল্লার ট্রেনগুলিতে যাত্রী সংখ্যা বেড়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই চাপ বাড়ছে স্টেশনগুলির উপর। এই অবস্থায় রেলওয়ে ভিড় নিয়ন্ত্রণের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে নয়া দিল্লি ও আনন্দ বিহার স্টেশনে। অতিরিক্ত টিকিট কাউন্টার, অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিন, এনকোয়ারি কাউন্টারের ব্যবস্থা করেছে রেল।

এছাড়াও রেলের তরফে জানানো হয়েছে এই স্টেশনগুলিতে ব্যবস্থা করা হয়েছে খাবারের স্টল, পানীয় জল ও মোবাইল টয়লেটের। ক্রান্তি এক্সপ্রেস, সম্পূর্ণা ক্রান্তি এক্সপ্রেস, বৈশালী এক্সপ্রেস, পুরুষোত্তম এক্সপ্রেসের মতো অতিরিক্ত ভিড় হওয়া ট্রেনগুলিকে দাঁড় করানো হচ্ছে আলাদা প্ল্যাটফর্মে। এছাড়াও অতিরিক্ত নিরাপত্তা কর্মী নিয়োগ করা হয়েছে যাত্রীদের নিরাপত্তায়।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর