কত টাকা ভাড়া হবে বাংলার প্রথম বন্দে ভারতের, কতক্ষণে পৌঁছবে গন্তব্যে? জানুন কী বলছে রেল

Published On:

বাংলাহান্ট ডেস্ক : আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়ে গিয়েছে বাংলার প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের। জানা যাচ্ছে এই ট্রেনের উদ্বোধন হতে পারে আগামী ৩০শে ডিসেম্বর। বাংলার প্রথম বন্দে ভারত এক্সপ্রেস যাতায়াত করবে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির মধ্যে। হয়ত বাংলার প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরেই।

ইতিমধ্যে একটি সম্ভাব্য টাইম টেবিল ঘোষণা করা হয়েছে রেলের পক্ষ থেকে। একই সাথে জানা গেছে এই ট্রেন সপ্তাহে ছয় দিন চলাচল করবে। হাওড়া ও নিউ জলপাইগুড়ির মধ্যে এই দ্রুতগতির ট্রেন কেবলমাত্র থামবে বোলপুর ও মালদা টাউনে। তবে রেলের পক্ষ থেকে প্রকাশিত সম্ভাব্য সময়সারণী পছন্দ হয়নি অনেকের।

সূত্রের খবর, হাওড়া থেকে এই ট্রেন ছাড়বে ভোর ৫:৫০ মিনিটে। এরপর সেটি মালদা টাউনে পৌঁছাবে ১০:৪৫ এ। নিউ জলপাইগুড়ি স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেস পৌঁছাবে দুপুর ১:৫০ নাগাদ। অপরদিকে, হাওড়া গামী বন্দে ভারত এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ছাড়বে দুপুর ২:৫০ নাগাদ। ট্রেনটির হাওড়া পৌঁছাতে লাগবে রাত ১০:৫০। এর মাঝে এই ট্রেন বিকাল ৫:৫৫ মিনিট নাগাদ পৌঁছাবে মালদা টাউন স্টেশনে।

বন্দে ভারত এক্সপ্রেস এর ফলে কলকাতা থেকে নিউ জলপাইগুড়ির ট্রেনের সময় প্রায় ৪ ঘন্টা কমে যাবে। আগে ট্রেনে কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি যেতে প্রায় ১২ ঘন্টা সময় লাগত। বন্দে ভারত এক্সপ্রেস ৮ ঘণ্টায় এই দূরত্ব পার করবে। যদিও রেলের তরফ থেকে এখনও ঘোষণা করা হয়নি এই ট্রেন বোলপুরে কটা নাগাদ পৌঁছাবে।

এই রুটে কেমন হবে ভাড়া? অন্যান্য বন্দে ভারত রুটের থেকে এই বিষয়ে একটা ধারণা লাভ করা যায়। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি এর মধ্যে দূরত্ব প্রায় ৫৯৯ কিলোমিটার। অন্যদিকে, কাটরা থেকে দিল্লির দূরত্ব ৬৪১ কিলোমিটার। দিল্লি ও কাটরা রুটে বন্দে ভারত এক্সপ্রেসে এসি চেয়ার কারের ভাড়া ১৬৩০ টাকা। এক্সিকিউটিভ ক্লাসের ভাড়া ৩০১৫ টাকা। ধারণা করা হচ্ছে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির মধ্যে চলা বন্দে ভারত এক্সপ্রেসের ভাড়াও এরকমই হতে পারে।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X