বাংলা হান্ট ডেস্ক : ফের একবার ভয়াবহ দুর্ঘটনার (Accident) কবলে ভারতীয় রেল (Indian Railways)। গত কয়েকমাসে একাধিকবার দুর্ঘটনার কবলে পড়েছে ভারতের লাইফলাইন। প্রশ্ন উঠেছে রেল মন্ত্রণালয়ের উপর। পরপর দুর্ঘটনার খবরে সাধারণ মানুষও এখন আতঙ্কে। আর তারমধ্যেই খবর, আগুন ধরে গেছে উত্তরপ্রদেশের এটাওয়াতে দিল্লি-দ্বারভাঙা এক্সপ্রেসে।
উৎসবের মরশুমে অঘটন ঘটে গেল ০২৫৭০ নম্বর দিল্লি-দ্বারভাঙা এক্সপ্রেসে। ঘটনার পর প্রশ্ন উঠছে যাত্রী নিরাপত্তা নিয়েও। যদিও রেলের দাবি, যাত্রীরা সব সুরক্ষিতই আছে। সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী, ট্রেনের জ্বলন্ত কামরা থেকে বাকি কামরাগুলিকে ইতিমধ্যেই বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। সেখান থেকে বাকি ট্রেনকে সরিয়ে নেওয়ার কাজও শুরু হয়েছে বলে খবর।
সূত্রের খবর, অগ্নি সংযোগের ঘটনায় ট্রেনের তিনটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। হতাহতের কোনও খবর না পাওয়া গেলেও আহত হয়েছেন বেশ কিছু যাত্রী। দুর্ঘটনার খবর মিলতেই ঘটনাস্থলে পৌঁছে গেছে রেল আধিকারিকরা। দূর্ঘটনার জেরে রেল চলাচল ব্যহত থাকলেও তা দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চলছে। শুরু হয়েছে দুর্ঘটনার তদন্ত।
আরও পড়ুন : স্রেফ বাচ্চার জন্যই বিয়ে করেছিলেন! এতবছর পর সইফকে নিয়ে বিষ্ফোরক করিনা
রেল সূত্রে খবর, আগুন এখন নিয়ন্ত্রনে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তদন্তকারী কর্মকর্তারা জানাচ্ছেন, শটসার্কিট থেকেই অগ্নি সংযোগের ঘটনাটি ঘটে থাকতে পারে। যদিও সঠিক কারণ সম্পূর্ণ তদন্ত হওয়ার পরেই জানা যাবে বলে জানাচ্ছে রেল মন্ত্রণালয়।
আরও পড়ুন : স্ত্রীয়ের জন্মদিন ভুলে গেলেই হাজতবাস! এই দেশে চালু হল আজব নিয়ম, শুনলে চমকে উঠবেন
#WATCH | Fire broke out in the S1 coach of train 02570 Darbhanga Clone Special when it was passing through Sarai Bhopat Railway station in Uttar Pradesh.
According to CPRO, North Central Railways, there are no injuries or casualties
(Earlier Video; Source: Passenger) pic.twitter.com/mTFHcTlhak
— ANI (@ANI) November 15, 2023
খোঁজ নিতে গিয়ে জানা যাচ্ছে, এইদিন উত্তরপ্রদেশের সরাই ভূপত রেলওয়ে স্টেশন ক্রশ করার সময়ই ট্রেনের স্লিপার কোচে ধোঁয়া দেখতে পান সংশ্লিষ্ট স্টেশনের ম্যানেজার। তিনি সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে যোগাযোগ করেন ট্রেন চালক এবং কোচের সঙ্গে। তবে ততক্ষণে ট্রেনের তিনটি বগিতে আগুন ছড়িয়ে গিয়েছে। অগ্নিদগ্ধ তিনটি কামরার কিছু যাত্রী তো ভয়ে ট্রেন থেকে ঝাঁপও দিয়ে ফেলেন। খবর, তাদের প্রত্যেকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।