বাংলাহান্ট ডেস্ক : ফের একবার বন্ধ থাকতে চলেছে ট্রেন চলাচল। ভারতীয় রেলের (Indian Railways) এই সিদ্ধান্তে সমস্যায় পড়বেন লাখ লাখ যাত্রী। তবে এবার ঘটনাস্থল মুম্বাই। প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ চলছে সেন্ট্রাল রেলওয়ে মুম্বাই নেটওয়ার্কে। এই কাজের জন্য ৩০ শে মে রাত থেকে ৬৩ ঘন্টার জন্য থাকবে মেগা ব্লক। এই সময়কালে লোকাল ও দূরপাল্লার ট্রেনগুলির চলাচলে সৃষ্টি হবে বাধা।
তাই রেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে প্রয়োজন না থাকলে এই সময়ে ট্রেন সফর এড়িয়ে যেতে। ট্রেন পরিষেবা আবার স্বাভাবিক হবে ২ জুন বিকাল ৩:৩০ টা থেকে। সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস (সিএসটি) এবং থানে রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মের সম্প্রসারণ ও প্রশস্তকরণ করা হবে এই মেগা ব্লক চলাকালীন সময়ে।
আরোও পড়ুন : এ কী কান্ড! দিনের আলোয় চেষ্টা চলছে দানপাত্র লুটের, ঢাকেশ্বরী মন্দিরের ভিডিও ঘিরে তোলপাড়
সেন্ট্রাল রেলওয়ের মুম্বাই ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার রজনীশ গোয়েল জানিয়েছেন, “থানে প্ল্যাটফর্ম নম্বর ৫ এবং ৬ প্রশস্তকরণ এবং CST-তে ১০ এবং ১১ নম্বর প্ল্যাটফর্মের সম্প্রসারণ সম্পর্কিত কাজগুলি মেগা ব্লকের সময় করা হবে৷ প্ল্যাটফর্মের প্রস্থ বাড়ানোর পরে, ফুট ওভার ব্রিজের জন্য এসকেলেটর বা চওড়া সিঁড়ির মতো সুবিধা দেওয়া হবে।”
আরোও পড়ুন : ক্যাশলেস চিকিৎসার অনুমোদন মিলবে মাত্র ১ ঘন্টাতেই! বড় পরিবর্তন মেডিক্লেমের ক্ষেত্রেও
সেন্ট্রাল রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক স্বপ্নীল নীলা বলেছেন, এই সময়ের মধ্যে প্রধান এবং হারবার করিডোরে মোট ৭২টি মেল-এক্সপ্রেস ট্রেন এবং ৯৫৬টি শহরতলির ট্রেন বাতিল থাকবে। তাঁর কথায়, “আমরা সমস্ত প্রতিষ্ঠানকে তাদের কর্মীদের বাড়ি থেকে বা অন্য কোনও সম্ভাব্য উপায়ে কাজ করার অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করছি যাতে এই দিনে যাত্রীর সংখ্যা কমতে পারে।”
পাশাপাশি তার আরোও সংযোজন, “ভারতীয় রেলওয়ের তরফে বৃহন্মুম্বাই ইলেকট্রিক সাপ্লাই অ্যান্ড ট্রান্সপোর্ট (BEST) এবং মহারাষ্ট্র স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনকে (MSRTC) যাত্রীদের সুবিধার জন্য অতিরিক্ত বাস চালানোর জন্য অনুরোধ করা হয়েছে।” তবে যাত্রীদের দুর্ভোগ যাতে আগে থেকেই কিছুটা কমে সেই কারণেই এই বিশেষ ঘোষণাটি করা হয়েছে।