শীত পড়তেই থিকথিকে ভিড় দিঘায়, দুটি স্পেশ্যাল ট্রেনের সময়সীমা বাড়াল রেল

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : শীত পড়তেই অনেকে ঘুরতে যাওয়ার প্ল্যান শুরু করে দিয়েছেন। এক্ষেত্রে বাঙালির হাতের কাছে ‘সস্তায় পুষ্টিকর’ ট্রাভেল ডেস্টিনেশনের মধ্যে অন্যতম দিঘা (Digha)। ইতিমধ্যেই দিঘা যাওয়ার ট্রেন, বাসে টিকিট বুকিংয়ের ধুমও পড়ে গিয়েছে। এর মাঝেই পর্যটকদের জন্য এল বড় সুখবর। বাড়ানো হল দিঘাগামী স্পেশ্যাল লোকাল ট্রেনের সময়সীমা। পাঁশকুড়া-দিঘা (Digha) রুটে দুটি স্পেশ্যাল লোকাল ট্রেন চালু হয়েছিল আগেই। এবার পর্যটন মরশুমে আবারও দুটি স্পেশ্যাল ট্রেনের মেয়াদ বৃদ্ধি করল রেল।

দিঘা (Digha) যাওয়ার স্পেশ্যাল ট্রেনের সময় বৃদ্ধি

দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের সময়েই পাঁশকুড়া-দিঘা রুটে দুটি স্পেশ্যাল লোকাল ট্রেন চালু হয়েছিল। আর নতুন আকর্ষণ হিসেবে জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার পর থেকেই পর্যটকের সংখ্যা আরও বেড়েছে দিঘায়। এবার জানা গিয়েছে, ০৮১১৭ এবং ০৮১১৮ পাঁশকুড়া-দিঘা-পাঁশকুড়া স্পেশ্যাল লোকাল ট্রেন দুটির সময়সীমা ১৫ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।

Indian railways increased special train time for digha

খবর নিশ্চিত করেছে রেল: পাঁশকুড়া-হলদিয়া-দিঘা সাউথ ইস্টার্ন রেলওয়ে প্যাসেঞ্জারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে এই সময়সীমা বৃদ্ধি করার দাবি করা হয়েছিল। রেল (Indian Railways) দফতরে লিখিত আবেদন জানিয়েছিলেন তারা। সেই আবেদনে সাড়া দিয়েই ট্রেনের সময়সীমা বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে দক্ষিণ পূর্ব রেল কর্তৃপক্ষ।

আরও পড়ুন : খবরের কাগজ থেকেই এল সম্বন্ধ, নভেম্বরেই বিয়ের পিঁড়িতে পিসি সরকার কন্যা মৌবনী! পাত্রটি কে?

পর্যটক বেড়েছে দিঘায়: রেল সূত্রে খবর, মূলত পর্যটক এবং স্থানীয়দের সুবিধার জন্যই স্পেশ্যাল ট্রেনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পর্যটকের সংখ্যা আরও বেড়েছে এখন দিঘায়। বিশেষ করে জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকে সারা সপ্তাহ ধরেই পর্যটক লেগেই থাকে। এই পরিস্থিতিতে পাঁশকুড়া-দিঘা স্পেশ্যাল ট্রেনের সময়সীমা বাড়ানোর প্রয়োজন ছিল।

আরও পড়ুন : SIR ফর্ম ফিল আপ করতে গিয়ে পদে পদে ভুল! কী পরিণতি হতে পারে?

উল্লেখ্য, ০৮১১৭ আপ ট্রেনটি প্রতিদিন সকাল সাতটায় পাঁশকুড়া থেকে ছাড়ে এবং দিঘায় পৌঁছায় সকাল ৯ টা ২০ তে। অন্যদিকে ০৮১১৮ ডাউন ট্রেনটি দিঘা থেকে ছাড়ে সকাল ৯ টা ৩০ এ। পাঁশকুড়ায় পৌঁছায় সকাল ১১ টা ৫০ এ। এই যাত্রাপথে তমলুক, নন্দকুমার, নাচিন্দা, কাঁথির মতো গুরুত্বপূর্ণ স্টেশনে দাঁড়ায় ট্রেনটি। দিঘা-পাঁশকুড়া রুট ছাড়াও হাওড়া পর্যন্তও লোকাল চালানোর দাবি উঠেছে।