রাস উৎসবের আগেই দুর্দান্ত উপহার রেলের! ট্রেন পাবেন সারারাত, দেখুন কোন কোন স্টেশনে থামবে

বাংলাহান্ট ডেস্ক : রাস উৎসব পালন হবে আগামী সপ্তাহে। রাস উৎসব উপলক্ষে এবার সারারাত ট্রেন চালাবে রেল। পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই স্পেশাল ট্রেনগুলো স্টপেজ দেবে প্রত্যেক স্টেশনে। শান্তিপুরে রাস উৎসব উপলক্ষে সমাগম হয় হাজার হাজার ভক্ত ও দর্শনার্থীর।

এই রাসের সময় যাত্রীদের চাপের কথা মাথায় রেখে রেল অতিরিক্ত ট্রেন চালানোর উদ্যোগ নিয়েছে। এই স্পেশাল ট্রেন চালানো হবে শিয়ালদহ ডিভিশনের তরফে। যাত্রীদের কথা মাথায় রেখে স্পেশাল ট্রেনগুলি যাত্রাপথের প্রত্যেকটি স্টেশনে স্টপেজ দেবে।শান্তিপুরের উদ্দেশ্যে একটি স্পেশাল ট্রেন ২৯ নভেম্বর থেকে শিয়ালদহ থেকে রাত ৯টা ৬ মিনিটে ছাড়বে। 

আরোও পড়ুন : এই দুই চাণক্য নীতি সম্পর্কে অবশ্যই জেনে রাখুন! আপনাকে ছুঁতেও পারবে না স্ট্রেস, বিতর্ক

এই ট্রেন রাত ১১টা ৩২ মিনিটে পৌঁছাবে শান্তিপুরে। মধ্যরাত ১২টা ১০ মিনিটে এই ট্রেন ফিরিতি পথে শান্তিপুর থেকে ছাড়বে। রাত ২টো ৩৫ মিনিটে শিয়ালদা পৌঁছাবে এই ট্রেন। উৎসবের সময় ২২টি স্পেশাল ট্রেন অস্থায়ীভাবে স্টপেজ দেবে বাথনা, কৃত্তিবাস হল্ট স্টেশনে।

local train news 102189156
আপ লাইনের ৯টি শিয়ালদহ-শান্তিপুর লোকাল, একটি করে রানাঘাট-কৃষ্ণনগর, রানাঘাট-শান্তিপুর, বনগাঁ-শান্তিপুর লোকালও স্টপেজ দেবে এই স্টেশনগুলোতে। ডাউন লাইনে  সাতটি শান্তিপুর-শিয়ালদহ লোকাল, দু’টি শান্তিপুর-রানাঘাট এবং একটি শান্তিপুর-বনগাঁ লোকাল স্টপেজ দেবে সব স্টেশনে।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর