চারিদিকে ধোঁয়া, ধোঁয়া! ব্যান্ডেল লোকালে অগ্নিকাণ্ড, আতঙ্কে হুড়োহুড়ি যাত্রীদের

বাংলাহান্ট ডেস্ক : শনিবার ব্যান্ডেল লোকালে বাধল বিপত্তি। হঠাৎ করেই লোকাল ট্রেন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এরপরেই চুঁচুড়া স্টেশনে তড়িঘড়ি নেমে পড়েন অনেক যাত্রী। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ট্রেন ব্যান্ডেলে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। ফলে সব মিলিয়ে বলা যায়, সপ্তাহন্তে ফের ট্রেন বিভ্রাটের মুখোমুখি হলে নিত্যযাত্রীরা।

পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, ডাউন ব্যান্ডেল হাওড়া লোকাল ব্যান্ডেল স্টেশন ছাড়ে ৮.২৮ মিনিটে। ট্রেনটি ৮.৩৪ মিনিটে চুঁচুড়ার দু’নম্বর প্ল্যাটফর্মে ঢোকে। এরপরেই ট্রেনের চালক দেখতে পান ট্রেনের তলা থেকে ধোঁয়া বেরোচ্ছে। সাথে সাথেই ট্রেন দাঁড় করিয়ে দেন তিনি। বহু যাত্রী চুঁচুঁড়া স্টেশনে নেমে যাওয়ার পর ৯.০৫ এর ডাউন ব্যান্ডেল হাওড়া হয়ে যাত্রা শুরু করে।

আরোও পড়ুন : বাবা টিফিন খাচ্ছিলেন অফিসে বসে, হঠাৎ UPSC’র রেজাল্ট হাতে হাজির ছেলে! তারপর…ভাইরাল ভিডিও

সূত্রের খবর, ব্রেক বাইন্ডিং এর ফলে ধোঁয়া বেরিয়েছে। এই গোটা ঘটনা নিয়ে যাত্রীরা রেলকে দায়ী করছেন। বিষয়টি নিয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, ‘সামান্য সমস্যা হয়েছিল। অল্প সময়ের মধ্যেই সেটা ঠিক করা হয়।’ এদিকে এই ঘটনায় হুগলি জেলায় জোর আলোড়ন পড়ে গিয়েছে। 

1200 675 21270076 thumbnail 16x9 train

সংশ্লিষ্ট ট্রেনের একাধিক যাত্রী বলেন, ‘আগুন ধরার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। ধোঁয়া বের হওয়ায় সকল যাত্রী নেমে যায় ট্রেন থেকে। আধ ঘণ্টা ওই ট্রেন দাঁড়িয়েছিল। আতঙ্কে তৈরি হয় সকলের মনে।’ শনিবার বলে অফিস যাত্রীদের সংখ্যা তুলনায় কম ছিল। কিন্তু যাত্রীদের যে ভোগান্তি ভালোমতই পোহাতে হয়েছে তার বলাই বাহুল্য।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর