সস্তা-সুন্দর সফরের সুযোগ, এবার বাংলাতেও চলবে হাইড্রোজেন ট্রেন! জানা গেল রুট, সময়

বাংলাহান্ট ডেস্ক : ‘হাইড্রোজেন ফর হেরিটেজ’ প্রকল্প শুরু করেছে ভারতীয় রেল। এই প্রকল্পের অধীনে ভারতীয় রেল (Indian Railways) ঐতিহ্যবাহী রুটগুলির ট্রেনগুলিকে রুপান্তরিত করবে হাইড্রোজেন ট্রেনে (Hydrogen Train)। এই ধরনের ট্রেন একদিকে যেমন পরিবেশবান্ধব, অন্যদিকে পর্যটনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা রেলের।

মাথেরান হিল রেলওয়ে, দার্জিলিং হিমালয় রেলওয়ে, কালকা সিমলা রেলওয়ে, কাংরা ভ্যালি, বিলমোরা ওয়াঘাই, পাতাপালপানি কালাকুন্ড, নীলগিরি মাউন্টেন রেলওয়ে এবং মাড়োয়ার-গোরাম ঘাট রেলওয়ে- এই রুটগুলিতে হাইড্রোজেন ট্রেন চালানো হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেল সূত্রে খবর চলতি বছরের ডিসেম্বর মাসেই পথ চলা শুরু করতে পারে হাইড্রোজেন চালিত ট্রেন।

১৭ তম লোকসভার রেলওয়ের স্থায়ী কমিটি (২০২২-২৩) তাদের রিপোর্টে বলেছে, ৩৫টি হাইড্রোজেন চালিত ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে রেলের। ট্রেন প্রতি ৮০ কোটি টাকা এবং স্থল পরিকাঠামো প্রতি ৭০ কোটি টাকা ব্যয় করা হবে। সারা দেশের পাশাপাশি বাংলাতেও একটি হাইড্রোজেন চালিত ট্রেন চলতে পারে বলে খবর।

আরোও পড়ুন : দীঘা যাওয়া এখন আরোও সহজ! রাতের ট্রেনে চড়লেই পৌঁছে যাবেন কাকভোরে, নয়া উদ্যোগ রেলের

রেলের পরিকল্পনা অনুযায়ী, হরিয়ানার সোনিপত-জিন্দ শাখায় এই ট্রেনের পরীক্ষামূলক সফর হতে পারে। তারপর ধীরে ধীরে দেশের অন্যান্য হেরিটেজ রুটগুলিতে এই ট্রেন চালানো শুরু করবে রেল। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ডিসেম্বর মাসে বাংলার দার্জিলিং হিমালয়ান রেলওয়ে পেতে চলেছে একটি হাইড্রোজেন ট্রেন।

hydrogen train

রেলের পরিকল্পনা অনুযায়ী বন্দে ভারত এক্সপ্রেসের মতো এই ট্রেনেওর সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হবে। এই ট্রেনের নাম দেওয়া হয়েছে বন্দে মেট্রো। ডিজেলের বদলে হাইড্রোজেন দিয়ে ট্রেন চালালে অপেক্ষাকৃত খরচ কম হবে বলে আশা রেল আধিকারিকদের। এক রেল আধিকারিকের কথায়, কম ভাড়ায় যাত্রীরা যাতে বেশি স্বচ্ছন্দ ভোগ করতে পারেন সেই কথায় মাথায় রেখেই এই ট্রেন তৈরি করা হচ্ছে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর