এত্ত লম্বা! কোচের সংখ্যা ২৫৬, ইঞ্জিনই আছে ৬টি! জেনে রাখুন দেশের দীর্ঘতম ট্রেনটির কথা

বাংলাহান্ট ডেস্ক : ভারতের পরিবহণ ব্যবস্থার মেরুদন্ড বলা হয় রেলকে (Indian Railways)। ভারতের প্রতিটি প্রান্তে আজ পৌঁছে গেছে রেল নেটওয়ার্ক। স্থানীয় হোক কিংবা দূরবর্তী স্থানে যাত্রা, অধিকাংশ ক্ষেত্রেই আমাদের প্রত্যেকের প্রথম পছন্দ রেল। ভারতে বিভিন্ন ধরনের ট্রেন চলাচল করে প্রতিদিন। তার মধ্যে রয়েছে লোকাল ট্রেন, এক্সপ্রেস ট্রেন, প‍্যাঞ্জেসার ট্রেন, মালগাড়ি ইত্যাদি।

বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক ভারতীয় রেল (Indian Railways)। ভারতীয় রেল প্রতিদিন ১৩০০০ ট্রেন চালিয়ে থাকে। এই ট্রেনগুলির সাহায্যে প্রতিদিন প্রায় চার কোটির বেশি যাত্রী পৌঁছে যান নিজেদের গন্তব্যে। লোকাল ট্রেনের পাশাপাশি একাধিক অত্যাধুনিক প্রযুক্তির ট্রেন রয়েছে ভারতীয় রেলের। রাজধানী, শতাব্দীর পাশাপাশি বর্তমানে ভারতীয় রেলের মুকুটে নয়াপালক হিসেবে সংযোজিত হয়েছে বন্দে ভারত এক্সপ্রেস।

   

আরোও পড়ুন : ভরা এজলাসে হাউ মাউ করে কান্না! অবশেষে হাইকোর্টে সব বলে দিলেন নিয়োগ দুর্নীতির মানিক

আমাদের মধ্যে প্রায় প্রত্যেকেই কোনও না কোনও ট্রেনে কখনও না কখনও নিশ্চই চড়েছেন। তবে আপনারা বলতে পারবেন ভারতবর্ষের সবথেকে দীর্ঘতম ট্রেন (Longest Train) কোনটি? এই প্রশ্নটা খুব একটা শোনা যায় না। তবে আজকের এই প্রতিবেদনে আপনাদের ভারতের দীর্ঘতম ট্রেন সম্পর্কে জানাব। ভারতের দীর্ঘতম ট্রেনের কামরা গুনতে গেলে আপনি ক্লান্ত হয়ে যেতে পারেন।

train 1

তবে ভারতীয় রেলের (Indian Railways) বিখ্যাত ট্রেন যেমন রাজধানী বা শতাব্দী এক্সপ্রেস কিন্তু দীর্ঘতম ট্রেন নয়। সুপার বাসুকি হল ভারতের দীর্ঘতম ট্রেন। প্রায় ৩.৫ কিলোমিটার দীর্ঘ এই ট্রেনে রয়েছে ২৯৫টি কামরা। এই ট্রেনটি একসাথে ছটি ইঞ্জিনের সহযোগে চলে। কোথাও দিয়ে যখন এই ট্রেনটি যায় তখন সাধারণ মানুষদের লাইন পারাপার হওয়ার জন্য লেগে যায় দীর্ঘক্ষন। এর থেকেই বুঝতে পারছেন যে এই ট্রেনটি কত লম্বা।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর