রেলের মান্থলি পাস তৈরি করতে কী কী ডকুমেন্টস লাগবে? অফলাইন ও অনলাইনে নিয়ম কী? দেখুন

বাংলাহান্ট ডেস্ক : ভারতের পরিবহণ ক্ষেত্র অধিকাংশ ক্ষেত্রে নির্ভরশীল রেলের (Indian Railways) উপর। রেলের মাধ্যমে সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া যায় অত্যন্ত কম খরচে। বিভিন্ন কারণে মানুষ রেল যাত্রা করে থাকেন। রেলের মাধ্যমে কেউ যান অফিস, আবার কেউ যান স্কুল-কলেজ।

ভারতীয় রেলের (Indian Railways) মাসিক পাস বানানোর নিয়ম

আবার ঘুরতে যাওয়া থেকে শুরু করে অন্যান্য ব্যক্তিগত কাজ, দ্রুত আরামদায়ক সফরের জন্য রেলের জুড়ি মেলা ভার। আপনারা হয়ত রেলের (Indian Railways) মান্থলি পাস (Monthly Pass) সম্পর্কে শুনে থাকবেন। যারা প্রতিদিন লোকাল ট্রেনে করে যাতায়াত করেন তাদের জন্য এই মান্থলি পাস অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরোও পড়ুন : মুকেশ আম্বানির বাড়ির বিদ্যুতের বিল কত? চমকে দেবে টাকার অঙ্ক

যারা লোকাল ট্রেনে (Local Train) নিয়মিত অফিস, স্কুল, কলেজ অথবা অন্যান্য জায়গায় যান তাদের মান্থলি পাস একবার কেটে রাখলে সারা মাস আর লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হয় না। মান্থলি পাসে সারা মাস নির্দিষ্ট রুটে অসংখ্যবার যাতায়াত করা যায়। তবে এবার প্রশ্ন হল কীভাবে সংগ্রহ করবেন রেলের (Indian Railways) মান্থলি পাস?

আরোও পড়ুন : অভিজিৎ গাঙ্গুলির নির্দেশে গিয়েছিল চাকরি! সেই মন্ত্রীকন্যা অঙ্কিতাকে বিরাট পুরস্কার তৃণমূলের

আপনি আপনার নিকটবর্তী রেল স্টেশন থেকে সংগ্রহ করতে পারেন মান্থলি পাস। যারা ইন্টারনেট ব্যবহার করেন না বা স্মার্টফোন নেই তাদের কাছে মান্থলি পাস কাটার একমাত্র ভরসা বাড়ির কাছের রেল স্টেশন।যারা অনলাইনে মান্থলি পাস কাটতে চান তাদের জন্য রয়েছে ভারতীয় রেলের (Indian Railways) UTS অ্যাপ।

এই অ্যাপ আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। তারপর মোবাইল নম্বর ও ওটিপি দিয়ে রেজিস্ট্রেশন করিয়ে নিতে হবে। রেজিস্ট্রেশন হয়ে গেলে হোমস্ক্রিনে থাকা R WALLET অপশনে ক্লিক করে ওয়ালেটে অনলাইন মাধ্যম ব্যবহার করে রিচার্জ করে নিতে হবে। তারপর মান্থলি পাস কাটার জন্য যেতে হবে ‘সিজন টিকিট ‘ অপশনে।

Local 1

সেখানে গিয়ে প্রয়োজনীয় তথ্য প্রদান করে মান্থলি টিকিট কাটা যাবে। বলে রাখা ভালো স্টেশন থেকে মান্থলি টিকিট কাটার সময় আধার কার্ড প্রয়োজন হতে পারে। অন্যদিকে, ইউটিএস অ্যাপে রেজিস্ট্রেশনের সময় একটি নথির প্রয়োজন হয় একবারই। তাই বারবার মান্থলি টিকিট কাটার জন্য নথি দেখানোর দরকার নেই।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর