এবার বাংলার লোকাল ট্রেনেও থাকবে প্রথম শ্রেণীর কামরা! যাত্রী স্বাচ্ছন্দ্য বাড়াতে নতুন উদ্যোগ রেলের

বাংলাহান্ট ডেস্ক : যাত্রীদের আরামদায়ক সফরের জন্য রেল কর্তৃপক্ষ নানান ধরনের চিন্তা ভাবনা করছে। এবার রেল লোকাল ট্রেনেও প্রথম শ্রেণীর কামরা অন্তর্ভুক্ত করতে চাইছে। পূর্ব রেল শিয়ালদা ডিভিশনে মুম্বাই শহরতলির ট্রেনের ধাঁচে লোকাল ট্রেনে প্রথম শ্রেণীর কামরা চালু করতে চায়।

তবে রেল সূত্রে খবর, পরীক্ষামূলকভাবে আপাতত এই ব্যবস্থা চালু করা হবে মহিলাদের জন্য নির্দিষ্ট মাতৃভূমি লোকালে। ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার দীপক নিগম সোমবার জানিয়েছেন, পুজোর আগেই একটি মাতৃভূমি লোকালের দুটি কামরাকে রূপান্তরিত করা হবে প্রথম শ্রেণীতে।

গতকাল মহাত্মা গান্ধীর জন্মদিন ও স্বচ্ছতা পক্ষ উপলক্ষে ডিআরএম শিয়ালদা স্টেশনে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করেন। একদিনের এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয় ট্রেনের তিনটি কোচে। রেল সূত্রে খবর, রেল নতুন এই প্রচেষ্টা চালাচ্ছে কিছুটা বাড়তি ভাড়ায় আরো উন্নত পরিষেবা প্রদান করার জন্য।

ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার জানিয়েছেন প্রাথমিকভাবে এই পরিষেবায় সাফল্য মিলে ধীরে ধীরে অন্যান্য রুটেও চালু করা হবে এই পরিষেবা। রেল সূত্রের খবর, লোকাল ট্রেনের প্রথম শ্রেণীর কামরার আসন হবে গদির। অর্থাৎ গদির নরম আসনে বসতে পারবেন যাত্রীরা। 

এছাড়াও অন্যান্য বৈশিষ্ট্য রয়েছে এই ধরনের কামরার। গত বছর রেল বোর্ডের কাছে শিয়ালদা ডিভিশন বাতানুকূল ট্রেন চালানোর আবেদন জানায়। রেলের পক্ষ থেকে এখনো সেই আবেদন বিবেচনায় রাখা রয়েছে। সামান্য বেশি ভাড়ায় আরও উন্নত যাত্রী পরিষেবার লক্ষ্যে রেল নতুন এই পরিষেবার শুরু করতে যাচ্ছে বলে খবর।

Railways have taken several steps to ensure the safety of passengers

বর্তমানে বেশকিছু বাতানুকূল লোকাল ট্রেন চলে মুম্বাইতে। তার আগে মুম্বাইয়ের লোকাল ট্রেনে ছিল প্রথম শ্রেণীর কামরা। মুম্বাইয়ের লোকাল ট্রেনের সেই বৈশিষ্ট্য অনুসরণ করেই শিয়ালদা ডিভিশন পরীক্ষামূলকভাবে লোকাল ট্রেনে প্রথম শ্রেণীর কামরা যুক্ত করতে চাইছে বলে খবর।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর