সহজেই শনাক্ত করা যাবে ধোঁয়া, রোধ হবে ভয়াবহ দুর্ঘটনাও! অত্যাধুনিক পরিষেবার ভাবনা রেলের

বাংলাহান্ট ডেস্ক : ট্রেনে অগ্নিসংযোগের ঘটনা রোধ করতে নতুন উদ্যোগ নিল ভারতীয় রেল। দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়ে তিনটি বিভাগের 28 জোড়া ট্রেনের 415 টি এসি কোচে আগুন এবং ধোঁয়া সনাক্তকরণ ব্যবস্থা আনতে চলেছে। এই সিস্টেমের মাধ্যমে ট্রেনের মধ্যে সহজেই সনাক্ত হবে ধোঁয়া এবং সেটি অ্যালার্ম, লাইট ইন্ডিকেটর এবং অডিও সাউন্ডের মাধ্যমে সতর্ক করবে যাত্রীদের।

কন্ট্রোল মডিউলের সাথে একটি লুপে স্মোক ডিটেকশন সংযুক্ত করা হয়েছে, এটি অগ্নিকাণ্ডের সময় স্বয়ংক্রিয়ভাবে কন্ট্রোল মডিউল অডিও ভিজ্যুয়াল সাউন্ড অ্যালার্ম, লাইট ইন্ডিকেটর, ব্রেকগুলির জন্য PA সিস্টেম সক্রিয় করবে। এরফলে সতর্ক করা যাবে যাত্রীদের এবং উপযুক্ত সময় দাঁড় করানো যাবে ট্রেন।

আরোও পড়ুন : নিষিদ্ধ বিদেশে! তবুও ভারতে রমরমিয়ে ব্যবসা চলছে এই ৫টি জিনিসের, তালিকা দেখে চোখ কপালে উঠবে

দক্ষিণ-পূর্ব মধ্য রেলওয়ের ট্রেনের পাওয়ার কার এবং প্যান্ট্রি কারগুলিতে বসানো হয়েছে অ্যাসপিরেশন এবং হিট টাইপ ফায়ার এবং স্মোক ডিটেকশন সেন্সর, সাপ্রেশন আউটলেট, অ্যালার্ম বাজার ইত্যাদির মতো যন্ত্রপাতি। এই সিস্টেমের মাধ্যমে এবার থেকে সহজেই এসি কোচে ধূমপায়ীদেরও সনাক্ত করা যাবে।

আরোও পড়ুন : পিছিয়ে আদানি, শীর্ষে এবার আম্বানি! কলকাতায় কোটিপতিদের সংখ্যা দেখলে চমকে যাবেন

গণপরিববনে ধূমপান সম্পূর্ণভাবে নিষিদ্ধ। কিন্তু অনেক যাত্রী নিয়মের তোয়াক্কা না করে ট্রেনের মধ্যে ধূমপান করে থাকেন। এর ফলে অপর যাত্রীদের অসুবিধা হয় ও অগ্নিকাণ্ডের আশঙ্কা থেকে যায়। এবার থেকে এই ধূমপায়ীদের সনাক্ত করে উপযুক্ত শাস্তি দেওয়া যাবে নতুন সিস্টেমের মাধ্যমে। বিলাসপুর-নাগপুর বন্দে ভারত এক্সপ্রেস, ছত্তিশগড় এক্সপ্রেস, যোগাযোগ ক্রান্তি এক্সপ্রেস, শিবনাথ এক্সপ্রেস, বিলাসপুর-পাটনা এক্সপ্রেসে বসছে।

Smoking Cottonmouth 1500x630

এছাড়াও, দক্ষিণ পূর্ব মধ্য রেলের 28 জোড়া ট্রেনের এসি কোচে এই অগ্নি নির্বাপন ব্যবস্থা বসানো হচ্ছে। বিলাসপুর বিভাগের 14 জোড়া ট্রেন, রায়পুর বিভাগের 13 জোড়া এবং নাগপুর বিভাগের এক জোড়া ট্রেনের সমস্ত এসি কোচ, পাওয়ারকার এবং প্যান্ট্রি কারগুলিতে এই সিস্টেমটি ইনস্টল করা সম্পন্ন হয়েছে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর